UPI Transactions: দৈনিক ৯৪ হাজার কোটির লেনদেন, উৎসবের মরসুমে নয়া রেকর্ড গড়ল ইউপিআই!

Unified Payment Interface: অক্টোবরের তথ্য বলছে, এই মাসে দৈনিক গড়ে ৯৪ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির কেনাকাটা এবং সাম্প্রতিক জিএসটি হার কমে যাওয়ায় বেড়েছে ইউপিআই লেনদেন। তবে, ইউপিআইয়ে শুধু টাকা পয়সার লেনদেন বেড়েছে, এমনটা নয়। বেড়েছে লেনদেনের সংখ্যাও।

UPI Transactions: দৈনিক ৯৪ হাজার কোটির লেনদেন, উৎসবের মরসুমে নয়া রেকর্ড গড়ল ইউপিআই!
এই মাসে UPI-তে কত খরচ হয়েছে জানেন?Image Credit source: Getty Images

Oct 24, 2025 | 12:44 PM

চলতি মাসের ইউপিআই লেনদেনে বলা যায় জোয়ার এসেছে। এই মাসে এমন কেন হল? ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বলছে, উৎসবের মরসুমে কেনাকাটাই এর প্রধান কারণ। এই মাসে সেপ্টেম্বরের তুলনায় দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩ শতাংশ।

অক্টোবরের তথ্য বলছে, এই মাসে দৈনিক গড়ে ৯৪ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির কেনাকাটা এবং সাম্প্রতিক জিএসটি হার কমে যাওয়ায় বেড়েছে ইউপিআই লেনদেন। তবে, ইউপিআইয়ে শুধু টাকা পয়সার লেনদেন বেড়েছে, এমনটা নয়। বেড়েছে লেনদেনের সংখ্যাও। দীপাবলির ঠিক আগে একদিনে ৭৪ কোটি লেনদেন হয়েছে। যা সর্বকালীন সর্বোচ্চ।

আর এই মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ এখনও পর্যন্ত ৬৯ কোটি ৫০ লক্ষ। সেপ্টেম্বরে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৪০ লক্ষ। অর্থাৎ, সেপ্টেম্বরের তুলনায় এই মাসে লেনদেন বেড়েছে প্রায় ৬ শতাংশ।

অক্টোবরে ইতিমধ্যে ৬ বার দৈনিক লেনদেন পেরিয়ে গিয়েছে ১ লক্ষ কোটি টাকা। গত মাসে ৩ বার এই অঙ্ক ছুঁয়েছিল লেনদেন। এখনও পর্যন্ত যা ছবি, সেই গতি যদি এমনই থাকে তাহলে এই মাসে লেনদেনের পরিমাণ ২৮ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। আর তেমন হলে আগের যে ২৫ লক্ষ লোটি লেনদেনের রেকর্ড, তা খুব সহজেই ভেঙে যাবে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।