Unified Payment Interface: এবার কি পিন ছাড়াই UPI লেনদেন? নয়া প্রযুক্তি নিয়ে আসছে NPCI!

UPI, NPCI: কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? যেখানে পিন ছাড়াই লেনদেনের মতো একটা বিষয় আসছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ আধারের ডেটাবেস ব্যবহার করে এই বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে।

Unified Payment Interface: এবার কি পিন ছাড়াই UPI লেনদেন? নয়া প্রযুক্তি নিয়ে আসছে NPCI!

Oct 08, 2025 | 12:06 PM

এবার নাকি বদলে যেতে চলেছে ইউপিআই লেনদেনের অভিজ্ঞতা। সূত্রের খবর, ৮ অক্টোবর বুধবার থেকে নাকি বড় বদল আসতে চলেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI নেটওয়ার্কে। এখন থেকে নাকি অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক সংখ্যাভিত্তিক পিন দিতে হবে না।

পিন ছাড়া কীভাবে লেনদেন সম্ভব? জানা গিয়েছে পিনের বদলে গ্রাহকরা আঙুলের ছাপ বা ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করে অনুমোদন দিতে পারবেন। আর যদি সত্যিই এমন কোনও পদক্ষেপ করে এনপিসিআই তাহলে তা ডিজিটাল লেনদেনে এক নতুন দিগন্ত খুলে দেবে।

কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? যেখানে পিন ছাড়াই লেনদেনের মতো একটা বিষয় আসছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ আধারের ডেটাবেস ব্যবহার করে এই বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। নতুন এই পিন বিহীন ব্যবস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI-এর সাম্প্রতিক গাইডলাইন মেনে চালু হচ্ছে। যার মাধ্যমে পিন ছাড়াও বিকল্প অথেন্টিকেশন পদ্ধতি যেমন আঙুলের ছাপ বা ফেসিয়াল রেকগনিশনের অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমানে মুম্বাইতে চলা গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI নয়া এই ফিচারটি প্রদর্শন করার পরিকল্পনা করেছে। পিন ছাড়া ইউপিআই হলে সুবিধা কী হবে? পিন না থাকলে একাধিক সুবিধা হতে পারে। প্রথমত, কোনও পেমেন্টের সময় ৬টি বা ৪টি ডিজিট প্রেস করে তারপর পেমেন্ট হত। সেটা বন্ধ হবে। ফলে, একটা তাচেই পেমেন্ট ডান। এ ছাড়াও যাঁরা রোজ ইউপিআই ব্যবহার করেন না, তাঁরা অনেক সময় পিন মনে রাখতে পারেন না। আর সেই কারণেই পিন-মুক্ত লেনদেন ইউপিআই ব্যবহারকারী কোটি কোটি মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।