Union Budget 2025-26: মোবাইল থেকে ওষুধ, কোন কোন জিনিসের দাম কমল বাজেটে, কীসের দাম বাড়ল

Union Budget 2025-26: মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা। তাঁর ঘোষণাগুলির দিকে তাকিয়ে ছিলেন সাধারণ মানুষ।

Union Budget 2025-26: মোবাইল থেকে ওষুধ, কোন কোন জিনিসের দাম কমল বাজেটে, কীসের দাম বাড়ল

Feb 01, 2025 | 3:02 PM

নয়া দিল্লি: এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক। আয়করে ছাড় দেওয়া হবে কি না, সেদিকেও ছিল নজর। সেই আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সেই সঙ্গে বেশ কিছু নতুন স্কিমের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শুল্ক মকুব করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসা, পর্যটন সহ বেশ কিছু সেক্টরে উৎসাহ দিচ্ছে কেন্দ্র।

এদিন বাজেটের শুরুতেই কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি। এমএসএমই-র ক্ষেত্রেও বিশেষ স্কিমের ঘোষণা করেছেন। বাজেটের প্রস্তার অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে, যা সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয়।

কোন জিনিসের দাম কমল, জেনে নিন একনজরে

১. মোবাইল

২. এলইডি টিভি

৩. ইলেকট্রিক কার

৪. দেশে তৈরি কাপড়

৫. ৩৬টি জীবনদায়ী ওষুধ

৬. বরফজাত মাছ

৮. মেডিক্যাল সরঞ্জাম

৯. ইভি ব্যাটারি

১০. চামড়ার জিনিস

কোন কোন জিনিসের দাম বাড়ল

১. স্মার্ট মিটার

২. সোলার সেল

৩. বিদেশি (Imported) জুতো

৪. বিদেশি আলো

৫. বিদেশ থেকে আনা জলযান

৬. ইন্টার‌্যাকটিভ ফ্ল্যাট প্যানেল।

৭. বিদেশি মোটরসাইকেল