মধ্যবিত্তের পকেটে টান, Aadhaar Card আপডেট করতে এবার বাড়ছে খরচ!

Aadhaar Card, UIDAI: জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে বেড়েছে আধার কার্ড আপডেটের খরচ। আগের তুলনায় ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়তি খরচ করতে হবে আধার আপডেট করতে। আপাতত জানা গিয়েছে ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন হার কার্যকর থাকবে।

মধ্যবিত্তের পকেটে টান, Aadhaar Card আপডেট করতে এবার বাড়ছে খরচ!

Oct 04, 2025 | 6:15 PM

আধার কার্ডে তথ্য আপডেট করতে সাধারণত ২ ধরনের পন্থা অবলম্বন করে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। একটা অনলাইন আর একটা অফলাইন। অনলাইনে নাম, জন্ম তারিখ বা ঠিকানা বদল করা গেলেও ফোন নম্বর বদল করতে গেলে আধার সেন্টারে অফলাইনে আধার আপডেট করাতে হয়। আর এই আপডেটের ক্ষেত্রে এবার চার্জ বাড়িয়ে দিল আধার কার্ডের নিয়ামক সংস্থা।

জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে বেড়েছে আধার কার্ড আপডেটের খরচ। আগের তুলনায় ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়তি খরচ করতে হবে আধার আপডেট করতে। আপাতত জানা গিয়েছে ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন হার কার্যকর থাকবে।

নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা জন্ম তারিখ আপডেটের মতো কাজ করতে আগে ৫০ টাকা ফি লাগত। আর এখন সেই কাজ করতে লাগবে ৭৫ টাকা। আগে আঙুলের ছাপ, চোখের ছবি বা ছবি আপডেট করতে দিতে হত ১০০ টাকা। আর বর্তমানে সেই কাজ করতে দিতে হবে ১২৫ টাকা। এ ছাড়াও বেশ কিছু পরিষেবা পেতে এতদিন ৭৫ টাকা খরচ হত। যে কাজ করতে এবার খরচ হবে ৯০ টাকা। তবে, পিভিসি আধার কার্ড অর্ডার করতে যে ৫০টাকা লাগত, এখনও তাইই লাগবে।

এত খরচ বাড়লেও নতুন আধার করতে লাগবে না কোনও খরচ। এ ছাড়াও শিশুদের জন্য যে বাল আধার, তা করতেও কোনও ফি নেওয়া হবে না বলেই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। এমনকি শিসুর বয়স যখন ৫ হবে বাল আধার আপডেট করতে, অর্থাৎ ম্যান্ডেটরি আধার আপডেটের ক্ষেত্রে কোনও খরচ করতে হবে না। এমনকি ১৫ বছর বয়োসেও যে ম্যান্ডেটরি আধার আপডেট, তা করতেও খরচ করতে হবে না কানাকড়ি।