কলকাতা: এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে গেলে এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতেই হবে। আধার কার্ডকে এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে লিঙ্ক করতে গেলে, প্রথমেই দেখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক করা আছে কিনা। এটা নিশ্চিত হলে তবেই, এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে। এদিকে, মাসখানেক আগেই গোটা ভারত কেঁপে উঠেছিল আধার তথ্য চুরির আতঙ্কে। আধার তথ্য যাতে চুরি না যায়, তার জন্য অনেকেই আধার লক করেছেন। আধার লক করা থাকলে, কারও পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির আধার তথ্য জানা সম্ভব হয় না। কিন্তু, আধার লক করা থাকলে, সেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ থাকলেও, এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে না। কাজেই সেই ক্ষেত্রে প্রথমে আধার আনলক করতে হবে।
কীভাবে আনলক করবেন আধার?
আধার আনলক করার জন্য নাগরিকদের সর্বশেষ ১৬ সংখ্যার VID লাগবে। VID হল একটি অস্থায়ী, ১৬ সংখ্যার নম্বর, যা আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে। আধার প্রমাণীকরণের সময়, আধার নম্বরের পরিবর্তে এই নম্বর ব্যবহার করা যেতে পারে। কেউ যদি এই ১৬ সংখ্যার VID ভুলে যান, তাহলে তিনি এসএমএস-এর মাধ্যমে সর্বশেষ VID পুনরুদ্ধার করতে পারেন। এর জন্য RVID লিখে, একটি স্পেস দিয়ে ইউনিক আইডি অর্থাৎ আধার নম্বরের শেষ ৪টি নম্বর লিখে ১৯৪৭-এ এসএমএস করতে হবে। তাহলেই ১৬ সংখ্যার VID পাওয়া যাবে। আধার আনলক করতে, আধাররে ওয়েবসাইট, https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock-এ যেতে হবে। আনলক রেডিও বাটনে ক্লিক করতে হবে। এরপর দিতে হবে সর্বশেষ VID এবং সিকিওরিটি কোড। তারপর ‘সেন্ড ওটিপি’তে ক্লিক করতে হবে অথবা TOTP নির্বাচন করতে হবে। সবশেষে ‘সাবমিট’-এ ক্লিক করতে হবে। তাহলেই আধার আনলক হয়ে যাবে। mAadhaar অ্যাপের মাধ্যমে আধার আনলক করা যায়।
এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া
এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার বিভিন্ন উপায় রয়েছে। দেশে মোট তিনটি বড় এলপিজি ডিস্ট্রিবিউটর রয়েছে – ভারতগাস, এইচপি গ্যাস এবং ইন্ডেন। এই তিন গ্যাস ডিস্ট্রিবিউটরদের এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার তিন রকম পদ্ধতি রয়েছে। ডিস্ট্রিবিউটরের কাছে সরাসরি আধার-গ্যাস সংযোগ লিঙ্কের আবেদন জমা দেওয়া যেতে পারে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে, সেই ফর্ম পূরণ করে ডাকযোগেও সেই ফর্ম জমা দেওয়া যাবে। কল সেন্টারে ফোন করে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমেও আধারের সঙ্গে গ্যাস সংযোগ লিঙ্ক করা সম্ভব। এছাড়া, গ্যাস বিতরণকারীদের ওয়েবসাইটে গিয়েও আধার লিঙ্ক করা যেতে পারে।