Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAN Card: এবার PAN কার্ড আপডেট করতেই হবে, নাহলে কী সমস্যায় পড়তে পারেন, জানুন

PAN Card: নির্দেশিকায় আরও বলা হয়েছে, 'যাঁদের এনরোলমেন্ট আইডি-র উপর ভিত্তি করে প্যান কার্ড দেওয়া হয়েছে, তাঁদের প্রত্যেককে আধার নম্বর আপডেট করতে হবে।'

PAN Card: এবার PAN কার্ড আপডেট করতেই হবে, নাহলে কী সমস্যায় পড়তে পারেন, জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 7:38 PM

নয়া দিল্লি: প্যান কার্ড (PAN Card) হোল্ডারদের জন্য় নতুন নির্দেশিকা দিয়েছে আয়কর দফতর। যদি আধার এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি প্যান কার্ড নিয়ে থাকেন, সে ক্ষেত্রে অবিলম্বে প্য়ান আপনার প্যান কার্ড আসল আধার নম্বরের সঙ্গে আপডেট করতে হবে। ২০২৫-এর ৩১ ডিসেম্বরের মধ্যে এই সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘যাঁদের এনরোলমেন্ট আইডি-র উপর ভিত্তি করে প্যান কার্ড দেওয়া হয়েছে, তাঁদের প্রত্যেককে আধার নম্বর আপডেট করতে হবে।’

করদাতাদের পরিচয় ভেরিফিকেশনে যাতে কোনও সমস্যায় না হয়, তার জন্যই এই ব্যবস্থা উদ্যোগ নিয়েছে আয়কর দফতর।

আপডেট না করা হলে কী কী হতে পারে-

১. প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। অর্থাৎ আর ব্যবহারযোগ্য থাকবে না।

২. প্যান কার্ড কাজ না করলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না।

৩. ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও কাজ করা যাবে না।

৪. যে কোনও বিনিয়োগের ক্ষেত্রে অসুবিধা হবে। সম্পত্তি কেনার ক্ষেত্রেও বিপাকে পড়তে পারেন।

কীভাবে আপডেট করবেন

Income Tax e-filing portal-এ লগ ইন করুন।

প্যান নম্বর দিন। link Aadhaar অপশনে ক্লিক করুন।

১২ সংখ্যার আধার নম্বর দিন।

মোবাইলে যাওয়া ওটিপি দিন। এভাবেই রেজিস্টার করুন। কনফার্মেশন মেসেজ এলে বুঝতে পারবেন, আপডেট হয়ে গিয়েছে।