UPI: ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে পারে UPI অ্যাকাউন্ট, জানুন কেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 20, 2023 | 12:32 AM

UPI Account: রেস্টুরেন্ট থেকে শুরু করে চায়ের দোকানে পর্যন্ত UPI সিস্টেমের মাধ্যমে Google Pay, Paytm বা Phone Pay-তে পেমেন্ট করা হয়। কিন্তু, জানেন কি চলতি বছরই অনেকের UPI অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আগামী ৩১ ডিসেম্বর অনেকের UPI আইডি বন্ধ করার নির্দেশ দিয়েছে NPCI।

UPI: ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে পারে UPI অ্যাকাউন্ট, জানুন কেন?
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে নগদ পেমেন্টের তুলনায় UPI পেমেন্ট বেশি জনপ্রিয়। রেস্টুরেন্ট থেকে শুরু করে চায়ের দোকানে পর্যন্ত UPI সিস্টেমের মাধ্যমে Google Pay, Paytm বা Phone Pay-তে পেমেন্ট করা হয়। কিন্তু, জানেন কি চলতি বছরই অনেকের UPI অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আগামী ৩১ ডিসেম্বর অনেকের UPI আইডি বন্ধ করার নির্দেশ দিয়েছে NPCI। এই বিষয়ে ইতিমধ্যে একটি সার্কুলারও জারি করেছে NPCI।

NPCI কী?

NPCI হল একটি অলাভজনক সংস্থা, যা ভারতের খুচরা অর্থের লেনদেন সিস্টেম পরিচালিত করে। অর্থাৎ PhonePe, Google Pay এবং Paytm-এর মতো অ্যাপগুলি NPCI-এর নির্দেশনায় কাজ করে।

কেন বন্ধ হয়ে যাবে UPI অ্যাকাউন্ট?

NPCI-এর সার্কুলার অনুসারে, যে সমস্ত UPI অ্যাকাউন্টে টানা ১ বছর কোনও লেনদেন হয়নি, সেগুলি বন্ধ করে দেওয়া হবে। এর কারণ হিসাবে NPCI সার্কুলারে জানিয়েছে, অনেক সময় ব্যবহারকারীরা তাদের পুরানো নম্বর ডিলিঙ্ক না করে একটি নতুন UPI আইডি তৈরি করে। ফলে পুরানো আইডিতে লেনদেন হয় না। দীর্ঘদিন লেনদেন না করে UPI আইডি পরিত্যক্ত হয়ে থাকলে সেটি প্রতারণার মাধ্যম হতে পারে। তাই যে সমস্ত UPI আইডি ব্যবহার করা হয়নি, সেগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে NPCI।

প্রসঙ্গত, ভারতকে ডিজিটাল ইন্ডিয়া করে তুলতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনলাইনে লেনদেন বাড়াতে UPI সিস্টেম চালু করা হয়েছে। যা দেশের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। UPI সিস্টেমে ফোন পে, গুগল পে এবং পেটিএম-এর মাধ্যমে সহজেই ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা যায়।

Next Article