
ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে এক ধাক্কায় বদলে দিয়েছিল ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট সিস্টেম। আজকের দিনে ডিজিটাল পেমেন্টের বেশিরভাগই হয় ইউপিআই মাধ্যমে। আর এবার ভারতের ইউপিআই পেমেন্টের বাজারে দেখা যাচ্ছে একটা বড়সড় বদল। PhonePe এবং Google Pay-এর মতো সংস্থাগুলোর দাপট কমছে কিছুটা হলেও। গত এক অর্থ বছরে এই দুই ইউপিআই সংস্থার সম্মিলিত মার্কেট শেয়ার ৪ শতাংশ কমেছে।
এই সুযোগে বাজার দখল করছে সচিন বনশলের Navi ও ফ্লিপকার্টের super.money-এর মতো নতুন অ্যাপগুলো। আকর্ষণীয় অফার ও আগ্রাসী মার্কেটিং দিয়েই গ্রাহক টানছে এই সংস্থাগুলো। তথ্য বলছে, দেড় বছর আগে PhonePe, Google Pay এবং Paytm-এর দখলে ছিল বাজারের ৯৫ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৮৮ শতাংশে।
তবে এখনও PhonePe-র মার্কেট শেয়ার ৪৫ শতাংশ এবং Google Pay-এর মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ৩৫.৫ শতাংশে। ফলে, এই দুই সংস্থা ইউপিআই বাজারের ৮০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। নিয়ামক সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর লক্ষ্য, যে কোনও অ্যাপের মার্কেট শেয়ার ৩০ শতাংশের নীচে রাখা। নাহলে বাজারে মনোপলি তৈরি হতে পারে। বর্তমানে দেশে প্রতি মাসে ইউপিআইয়ের মাধ্যমে প্রায় ২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়।
নতুন সংস্থাগুলি UPI-এর সাথে RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করার মতো সুবিধাও নিয়ে আসছে। আর এর ফলে বাজারে লড়াই আরও জমিয়ে তুলেছে।