
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার ঘোষণা করেছে যে ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এবার ইউরোপের টার্গেট ইনস্ট্যান্ট পেমেন্ট সেটেলমেন্ট বা TIPS ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। ইউরোসিস্টেম দ্বারা পরিচালিত TIPS-এর সঙ্গে ইউপিআইয়ের এই যুক্ত হওয়ার পিছনে মূল কারণ হল ভারত ও ইউরোপের একাধিক দেশের মধ্যে লেনদেন সহজ করা।
এই উদ্যোগে সুবিধা পাবেন ভারত ও ইউরোপের ব্যবহারকারীরা। বিশেষত, যে সব ভারতীয়রা ইউরোপে ব্যবসা বাণিজ্য করেন বা সেখানে ঘুরতে যান, তাঁদের জন্য লেনদেন অনেক সহজ হয়ে যাবে। আরবিআই এবং NPCI-ইন্টারন্যাশনাল পেমেন্টস যৌথভাবে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে এই ব্যবস্থার বাস্তবায়ন শুরু করেছে।
ইউপিআই ঠিক কতটা শক্তিশালী তা তো আগেই দেখা গিয়েছে দেশের অভ্যন্তরের ব্যবহারে। এ ছাড়াও প্রতি মাসেই ইউপিআই ব্যবহারকারীরা রেকর্ড করছেন। অক্টোবরে ২ হাজার ৭০ কোটি লেনদেন হয়েছে। যার মোট মূল্য ছিল ২৭ লক্ষ ২৮ হাজার কোটি টাকা।
ভারতে বর্তমানে ৫০ কোটি ৯০ লক্ষ ব্যবহারকারী এই সিস্টেম ব্যবহার করেন। তবে শুধু দেশ নয়, একাধিক দেশ ইতিমধ্যেই ইউপিআইকে গ্রহণ করেছে। এর মধ্যে সিঙ্গাপুর, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহীর নাম উল্লেখযোগ্য। এ ছাড়াও ২০ লক্ষের বেশি আন্তর্জাতিক মার্চেন্ট এখন ইউপিআই পেমেন্ট নেয়।
অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু জানিয়েছেন, আরও অন্তত সাত-আটটি দেশে ইউপিআই নিয়ে আলোচনা চলছে। ইউপিআইয়ের এই বিশ্বব্যাপী প্রসার কেবল প্রযুক্তির জয় নয়, এটি আসলে ভারতের অর্থনৈতিক ক্ষমতার প্রতিচ্ছবি।