
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যাও। আর একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ছড়াচ্ছে তাদের জালও। ফ্রান্স, সিঙ্গাপুর, ইউএই বা কাতারের মতো প্রথম বিশ্বের দেশে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ইউপিআই। আর এবার প্রথম বিশ্বের আরও এক দেশে বিস্তার করল ইউপিআই নেটওয়ার্ক।
১৪ অক্টোবর মঙ্গলবার এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড জাপানের জাপানের NTT DATA-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আর এই চুক্তির ফলে ভারতীয় পর্যটকরা জাপানেও কিউআর কোড স্ক্যান করে ইউপিআই অ্যাপের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন।
জাপানের বৃহত্তম কার্ড পেমেন্ট নেটওয়ার্ক হল CAFIS যা পরিচালনা করে এনটিটি ডেটা। ফলে, তাদের অধীনে যে সব মার্চেন্ট রয়েছে সেখানেই এই কিউআর কোডে মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। ভারতীয় পর্যটকদের এতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এক ধাক্কায়।
চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট মাসের মধ্যে ২ লক্ষ ৮ হাজারের বেশি ভারতীয় পর্যটক জাপানে গিয়েছেন। আর এই সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩৬ শতাংশ। আর বর্তমান চুক্তি মূলত সেই পর্যটকদের সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছে।
এনসিপিআই ইন্টারন্যাশনালের এমডি ও সিইও রীতেশ শুক্লা জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী ইউপিআইকে অন্যতম বিশ্বস্ত পেমেন্ট ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা করার যে একটা চেষ্টা, তারই একটা বিরাট পদক্ষেপও এই চুক্তি’। এনটিটি ডেটাও মনে করে এই চুক্তির ফলে ব্যবসা বাড়ছে জাপানি ব্যবসায়ীদেরও।
ভারতের এই ডিজিটাল মডেল এখন আন্তর্জাতিক বাজারেও একটি ব্র্যান্ড। বিশ্বের একাধিক দেশের মতো জাপানও এখন ভারতের ইউপিআইয়ের উপর বিশ্বাস রাখছে। আগামীতে ইউপিআইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই লক্ষ্য।