
নভেম্বরের ৩ তারিখ থেকে বদলে যাচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI লেনদেনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই পরিবর্তন নিয়ে আসছে। আর তার কারণ হল ব্যাঙ্ক ও ইউপিআই ব্যবহারকারীদের জন্য পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত ও মসৃণ করা।
বর্তমানে ইউপিআইয়ে সাধারণ দৈনিক লেনদেন ও রিফান্ডের মতো সেটেলমেন্ট একসঙ্গে প্রসেস করা হত। এর ফলে, বিপুল লেনদেনের চাপে পুরো প্রক্রিয়াটিই ধীর হয়ে যাচ্ছিল। আগস্ট মাসেই ইউপিআইতে ২০ বিলিয়ন অর্থাৎ ২ হাজার কোটির বেশি লেনদেন হয়েছে।
নতুন নিয়মে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই দুটি লেনদেনকে আলাদা করে দিয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ লেনদেন চলবে। আবার রিফান্ড হবে দুটি আলাদা সময়ে। একটি মধ্যরাত থেকে বিকেল ৪টে আর অন্যটি বিকেল ৪টা থেকে মধ্যরাত।
আপনি যখন দোকানে বা অনলাইনে পেমেন্ট করবেন, সেই অভিজ্ঞতায় কোনও বদল আসবে না। বরং ব্যাঙ্কগুলির জন্য সেটেলমেন্ট দ্রুত হবে। তবে, যদি আপনার কোনও লেনদেন অসফল হয় বা অ্যাকাউন্ট থেকে দু’বার টাকা কেটে যায়, তাহলে রিফান্ড পাওয়ার সময়টা আরও নির্দিষ্ট হবে। কারণ আপনার রিফান্ড এখন শুধুমাত্র ওই দুটি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রসেস করা হবে। এর ফলে, টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে আর হয়রানি কমবে আমার, আপনার মতো সাধারণ মানুষের।