UPI-তে এসেছে নতুন নিয়ম, পুজোর দিনগুলোতে কত টাকা পাঠাতে পারবেন অনলাইনে?

UPI Payment: এবার থেকে এই শ্রেণি অন্তর্ভুক্ত গ্রাহকরা ২৪ ঘণ্টায় ১০ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করতে পারবেন। ক্যাপিটাল মার্কেট ও ইন্সুরেন্সের ক্ষেত্রে এই সীমা ২ লক্ষ টাকা স্থির করা হয়েছে প্রতি ট্রানজাকশনে। অর্থাৎ প্রতি ট্রানজাকশনে সর্বাধিক ২ লক্ষ টাকাই পাঠাতে পারবেন।

UPI-তে এসেছে নতুন নিয়ম, পুজোর দিনগুলোতে কত টাকা পাঠাতে পারবেন অনলাইনে?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Sep 18, 2025 | 6:32 AM

 নয়া দিল্লি: অনলাইন পেমেন্টের নিয়মে বড় বদল। এবার অনলাইনে পেমেন্ট করতে আরও সুবিধা হবে। পাঠাতে পারবেন আরও বেশি টাকা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) ইউপিআই ব্যবহারকারীদের জন্য ট্রানজাকশন লিমিট অর্থাৎ লেনদেনের সীমা বাড়িয়ে দিয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

যেহেতু অধিকাংশ মানুষই এখন ইউপিআই পেমেন্ট করতে স্বচ্ছন্দ, তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ট্রানজাকশন লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে। ৫ লক্ষ টাকা কর দেয়, এমন প্রতিষ্ঠানের ইউপিআই পেমেন্টে বিশেষ সুবিধা দেওয়া হবে।

এবার থেকে এই শ্রেণি অন্তর্ভুক্ত গ্রাহকরা ২৪ ঘণ্টায় ১০ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করতে পারবেন। ক্যাপিটাল মার্কেট ও ইন্সুরেন্সের ক্ষেত্রে এই সীমা ২ লক্ষ টাকা স্থির করা হয়েছে প্রতি ট্রানজাকশনে। অর্থাৎ প্রতি ট্রানজাকশনে সর্বাধিক ২ লক্ষ টাকাই পাঠাতে পারবেন। যদি কেউ আইপিও কিনতে চান, তবে সর্বাধিক ৫ লক্ষ টাকা পাঠানো যাবে ইউপিআইয়ের মাধ্যমে।

সরকারি ই-কমার্স ক্যাটেগরিতেও লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এবার থেকে কোনও ব্যক্তি প্রতি ট্রানজাকশনে সর্বাধিক ৫ লক্ষ টাকা এবং দিনে সর্বাধিক ১০ লক্ষ টাকা অনলাইন পেমেন্ট করতে পারবেন।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও প্রতি ট্রানজাকশন লিমিট ৫ লক্ষ টাকা স্থির করা হয়েছে। দিনে ২৪ ঘণ্টার মধ্যে আপনি সর্বাধিক ৬ লক্ষ টাকা খরচ করতে পারবেন ক্রেডিট কার্ডের পেমেন্টে।

তবে এনপিসিআই সাফ জানিয়েছে, নতুন এই লেনদেনের নিয়ম কেবল ভেরিফায়েড মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কার্যকর হবে। সাধারণ মানুষ যে অনলাইন লেনদেন করেন ইউপিআইয়ের মাধ্যমে, তার দৈনিক সীমা ১ লক্ষ টাকাই রয়েছে।