
নয়া দিল্লি: চায়ের দোকান থেকে শপিং মল, অনলাইন লেনদেনই এখন ভরসা। এবার এই লেনদেনে আসতে চলেছে বড় পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হল।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ইউপিআই (UPI)-র মাধ্যমে ছোট-বড় পেমেন্ট করেন। তবে প্রায়সই দেখা যায় যে ছোটখাটো ভুলের কারণে অনেক সময় টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায়। পরে তা ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
এনপিসিআই জানিয়েছে, ইউপিআই পেমেন্ট, ভারত পে, রুপে কার্ড সহ অনলাইন লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে স্ক্রিনে প্রাপকের নাম দেখাতে হবে। ব্যাঙ্কের রেকর্ডে তা রেজিস্টার থাকবে। নতুন নিয়মে এই সমস্যা থাকবে না। সঠিক ব্যক্তির কাছেই টাকা যাবে।
যিনি টাকা পাঠাচ্ছেন, তার অ্যাপে যেমন প্রাপকের নাম দেখাবে, তেমনই ট্রানজাকশন স্টেটমেন্ট বা হিস্ট্রিতেও দেখাবে। বিশেষ করে এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির কাছে বা ব্যক্তির থেকে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকা পাঠানোর ক্ষেত্রে এই লেনদেন দেখাতে হবে। সহজভাবে বলতে গেলে, ব্যাঙ্কে যে নাম রেজিস্টার থাকবে, সেই নামই দেখাবে। কিউআর কোডে বা ইউপিআই-তে সেভ করা অন্য কোনও নাম দেখাবে না।
এবার থেকে ইউপিআই অ্যাপে উপভোক্তা বা বেনেফিশিয়ারির নাম পরিবর্তন করা বা বদলানোর সুযোগ দেওয়া হবে না।
আগামী ৩০ জুন, ২০২৫ থেকে এই নিয়ম সারা দেশে কার্যকর হবে। গুগল পে, ফোনপে, পেটিএম এবং ভিমের মতো সমস্ত ইউপিআই প্ল্যাটফর্মকে তাদের সিস্টেমে এই পরিবর্তনগুলি করতে হবে।