UPI Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট, বড় ঘোষণা RBI-এর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2023 | 7:22 AM

UPI Payment: অনেক সময় ইন্টারনেট বা সার্ভারের সমস্যার কারণে লেনদেন মাঝপথে আটকে যায়। এই পরিস্থিতিতে এখন অফলাইন ইউপিআই ব্যবহার করে মুক্তি পাওয়া যাবে।

UPI Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট, বড় ঘোষণা RBI-এর
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: সবজির বাজার থেকে মাল্টিপ্লেক্স, সর্বত্রই এখন ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করে থাকেন সাধারণ মানুষ। প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যমে ব্যবহার করেন। নগদ লেনদেনের সমস্যা এড়াতে এই পন্থা নেন অনেকেই। সেই সব মানুষের জন্য কার্যত সুখবর নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ইন্টারনেট ছাড়াই লেনদেন করা যাবে ইউপিআই-তে। ইউপিআই লাইটের মাধ্যমে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আরবিআই। এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল পেমেন্ট আরও সুবিধাজনক হয়ে গেল।

অনেক সময় ইন্টারনেট বা সার্ভারের সমস্যার কারণে লেনদেন মাঝপথে আটকে যায়। এই পরিস্থিতিতে এখন অফলাইন ইউপিআই ব্যবহার করে মুক্তি পাওয়া যাবে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা আরও সুন্দর ও সহজ করতে আর্টিফিশায়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

কী এই ইউপিআই লাইট?

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে লেনদেন করতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু ইউপিআই লাইটের মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। ইউপিআই লাইটে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ব্যালান্স রাখার সুবিধা দেওয়া হয়েছে।

Next Article