
লড়াইয়ে টিকে থাকতে গেলে সব কিছুকেই সময়োপযোগী করে তুলতে হয়। আর সেই পরিবর্তনের ডাক মেনেই এবার একাধিক পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ডাক ব্যবস্থায়। চালু হয়েছে ডিজিপিন। চালু হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিং থেকে ইউপিআইয়ের সুবিধাও।
প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবির প্রতিবেদন অনুসারে ভারতীয় ডাক ব্যবস্থায় তথ্য প্রযুক্তি পরিকাঠামোর বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনকে IT 2.0 বলা হচ্ছে। অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি বা Advance Postal Technology (APT 2.0) চালু হচ্ছে এই পরিবর্তনের অধীনে। নতুন এই প্রযুক্তির আওতায় এখনও পর্যন্ত প্রায় ৮৬ হাজার পোস্ট অফিস আপগ্রেড করা হয়েছে।
ইতিমধ্যেই ভারতীয় পোস্ট তাদের ডিজিটাল ব্যাঙ্কিং উইং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (Indian Post Payments Bank) চালু করেছে। এই ব্যাঙ্কের অধীনে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে তাঁরা ইউপিআইয়ের সুবিধাও পেয়ে থাকেন। এ ছাড়াও ওটিপি ভিত্তিক ডেলিভারি ব্যবস্থাও চালু করতে চলেছে ভারতীয় ডাক। যার ফলে প্যাকেজ ডেলিভারির ক্ষেত্রে নিরাপত্তা অনেকটা বাড়বে বলেই আশা করা হচ্ছে।
ডিজিপিন (DigiPIN) চালু হওয়ায় আগের থেকে অনেক দ্রুত, নির্ভুল ভাবে চিঠি পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। বিশেষত গ্রামীণ এলাকায় এই ডিজিপিন কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।