UPI Payment: চায়ের দোকানেও UPI পেমেন্ট? অবশ্যই সতর্ক থাকুন কয়েকটি বিষয়ে…

UPI: ট্রানজাকশন লিমিট, অ্যাসোসিয়েটেড ফি মাথায় রাখা দরকার। কেন না ব্যাঙ্ক কিংবা ইউপিআই প্রোভাইডার টাকা লেনদেনের ক্ষেত্রে কিছু লিমিটেশন রাখে। ট্রানজাকশন রেকর্ড সবসময় রাখা দরকার। নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্টের রিভিউ করাও প্রয়োজন। তাতে কোনওরকম গোলমাল হলে তা নজরে পড়বে।

UPI Payment: চায়ের দোকানেও UPI পেমেন্ট? অবশ্যই সতর্ক থাকুন কয়েকটি বিষয়ে...
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 7:52 PM

আমাদের রোজকার জীবনের প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে দ্য ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)। চা থেকে চাউমিন, মাটির কানের দুল থেকে সোনার নেকলেস, যে কোনও কেনাকাটার ক্ষেত্রেই ইউপিআই নির্ভর হচ্ছে সমাজ। তবে ডিজিটাল পেমেন্ট যেমন বাড়ছে, একইসঙ্গে ফিনান্সিশিয়াল ক্রাইমও বাড়ছে। তাই এই ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস সবসময় খেয়াল রাখা দরকার।

আপনার অ্যাকাউন্ট স্ট্রং পাসওয়ার্ড, পিননম্বর বা বায়োমেট্রিক অথেনটিকেশন দিয়ে সুরক্ষিত রাখুন। সেনসেটিভ ইনফরমেশন ভুল করেও শেয়ার করবেন না। কাউকে টাকা পাঠানোর আগে ভাল করে দেখে নিন রিসিভার ডিটেইল। তাতে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা থাকবে না।

ট্রানজাকশন লিমিট, অ্যাসোসিয়েটেড ফি মাথায় রাখা দরকার। কেন না ব্যাঙ্ক কিংবা ইউপিআই প্রোভাইডার টাকা লেনদেনের ক্ষেত্রে কিছু লিমিটেশন রাখে। ট্রানজাকশন রেকর্ড সবসময় রাখা দরকার। নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্টের রিভিউ করাও প্রয়োজন। তাতে কোনওরকম গোলমাল হলে তা নজরে পড়বে।

বিনিয়োগ বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, সহজে ইউপিআই ব্যবহার করে লেনদেন করার সুবিধা যেমন আছে। তেমনই সতর্কতাও সবসময় রাখা দরকার। তাই কাউকে টাকা পাঠানোর আগে ভাল করে জেনে নিন। ঠিকমতো পিন ব্যবহার করুন, রোজকার ইউপিআই পেমেন্টের লিমিট জেনে রাখুন। আর অবশ্যই সফ্টওয়ার নিয়মিত আপডেট করার পরামর্শ দিচ্ছেন বিনিয়োগ বিষয়ক বিশেষজ্ঞরা।