UPI Payment: বন্দে ভারত নাকি অনলাইন পেমেন্ট, বোঝা দায়! পরের মাসেই UPI-তে আসছে বড় বদল
UPI Payment: পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে বড় শপিং মল, ভারতের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে অনলাইন পেমেন্টের জোয়ার। দেশের মধ্যে তৈরি হওয়া ডিজিটাল বিপ্লব দেখে প্রশংসা করেছে অন্য রাষ্ট্রপ্রধানরাও।

কলকাতা: বন্দে ভারত নাকি অনলাইন পেমেন্ট, ধরতেই পারবেন না। পরের মাস থেকেই ভোল বদল UPI পেমেন্টের। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া-এর একটি বিবৃতি অনুযায়ী, জুন মাসের ১৬ তারিখ থেকে সময় কমবে UPI পেমেন্ট পরিষেবার সময়। আরও দ্রুত হবে গোটা ব্যবস্থা। সুবিধা হবে গ্রাহকদের।
কিন্তু কতটা কমবে পেমেন্ট প্রক্রিয়ায় সময়?
NPCI-এর বিবৃতি অনুযায়ী, আগামী মাস থেকে টাকা যাওয়া বা আসা কোনওটাতেই আর বিশেষ দুর্ভোগ পোহাতে হবে না গ্রাহকদের। দশ সেকেন্ডেই হবে অনলাইন লেনদেন। এমনকি, কেউ যদি তার লেনদেন রিভার্স বা টাকাও আসার প্রক্রিয়াটিকে বাতিল করে পুনরায় প্রেরককে তা ফেরত পাঠাতে যায় সেক্ষেত্রে আগে সময় লাগত ৩০ সেকেন্ড। এখন লাগবে ১০ সেকেন্ড।
হঠাৎ করেই কেন এমন বদল?
পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে বড় শপিং মল, ভারতের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে অনলাইন পেমেন্টের জোয়ার। দেশের মধ্যে তৈরি হওয়া ডিজিটাল বিপ্লব দেখে প্রশংসা করেছে অন্য রাষ্ট্রপ্রধানরাও। সেই কথাটা মাথায় রেখেই অনলাইন লেনদেন পরিষেবাকে আরও দ্রুত করতেই এই পদক্ষেপ। যার আওতায় ব্যাঙ্কগুলিকেও তাদের সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়ে NPCI।

