UPI, Post Office: পোস্ট অফিসে ইউপিআই, বিদেশে টাকা পাঠানো যাবে মুহূর্তেই!

Unified Payment Interface, Post Office: এই প্রকল্পের মাধ্যমে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই জুড়ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউয়ের সঙ্গে। এর ফলে বিশ্বের ১৯২টি দেশে পোস্ট অফিসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে টাকা পাঠানো যাবে।

UPI, Post Office: পোস্ট অফিসে ইউপিআই, বিদেশে টাকা পাঠানো যাবে মুহূর্তেই!
Image Credit source: Getty Images

Sep 12, 2025 | 3:32 PM

ভারতের ইউপিআই এবার পৌঁছে যেতে চলেছে গোটা বিশ্বের দরবারে। এতদিন পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশই ব্যবহার করত ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস। আর এবার কেন্দ্রের হাত ধরে সারা বিশ্বের কাছে পৌঁহে যাবে ইউপিআই। একই সঙ্গে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে টাকা পাঠানোর নিয়মে। ৮ সেপ্টেম্বর দুবাইয়ে UPI-UPU ইন্টিগ্রেশন প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এই প্রকল্পের মাধ্যমে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই জুড়ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউয়ের সঙ্গে। এর ফলে বিশ্বের ১৯২টি দেশে পোস্ট অফিসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে টাকা পাঠানো যাবে।

ফলে প্রবাসী ভারতীয় কর্মী থেকে শুরু করে এই দেশের ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন। খুব কম খরচে, নিরাপদে এবং দ্রুত টাকা লেনদেন করা সম্ভব হবে। কেন্দ্রীয় মন্ত্রী এই উদ্যোগকে ‘প্রযুক্তিগত নয়, একটি সামাজিক চুক্তি’ বলেও উল্লেখ করেছেন।

ভারত এই প্রকল্পের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করেছে। এই প্রকল্প সফল হলে এটি ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিস্তার হবে। আর এই প্রকল্প বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের আর্থিক সুরক্ষা বাড়াতে সাহায্য করবে।