Paytm: পেটিএম-এর UPI পরিষেবা কি বন্ধ হয়ে যাবে? জেনে নিন আসল তথ্য

Sukla Bhattacharjee |

Feb 07, 2024 | 7:01 AM

Paytm: প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা একটি ভার্চুয়াল সভা করেন। সেখানে কোম্পানির কর্মকর্রাতা ছাড়াও প্রায় ৯০০ কর্মচারী উপস্থিত ছিলে:ন। শর্মা বলেছিলেন যে, কোনও কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না। সমস্যা সমাধানের জন্য RBI এবং অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই এই সংকট কেটে যাবে।

Paytm: পেটিএম-এর UPI পরিষেবা কি বন্ধ হয়ে যাবে? জেনে নিন আসল তথ্য
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: পেটিএম ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হয়ে যেতেই গ্রাহকদের মনে হাজারো প্রশ্ন ভিড় করছে। এবার পেটিএম ইউপিআই পরিষেবা নিয়ে একটি বড় আপডেট এসেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তাদের UPI পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করবে। এই পরিষেবা অব্যাহত রাখতে পেটিএম অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে কাজ করছে।

 

 

Paytm-এ UPI চলবে

Paytm মুখপাত্র জানান যে, UPI Paytm-এ স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে। কোম্পানি অন্য ব্যাঙ্কের সঙ্গে কাজ করছে, যাতে কোনও ব্যাঘাত ছাড়াই পরিষেবার ধারাবাহিকতা নিশ্চিত করা যায়। ইউপিআই পরিষেবা পাওয়ার জন্য পেটিএম ব্যবহারকারীদের আলাদা করে কিছু করার দরকার নেই।

উল্লেখ্য, গত শনিবার Paytm প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা একটি ভার্চুয়াল সভা করেন। সেই সভায় কোম্পানির কর্মকর্রাতা ছাড়াও প্রায় ৯০০ কর্মচারী উপস্থিত ছিলেন। শর্মা বলেছিলেন যে, কোনও কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না। সমস্যা সমাধানের জন্য RBI এবং অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই এই সংকট কেটে যাবে।

Paytm ছিল UPI-এর শীর্ষ সুবিধাভোগী

ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ NPCI-এর মতে, Paytm Payments Bank Limited (PPBL) গত ডিসেম্বরে ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষ UPI সুবিধাভোগী ছিল। গ্রাহকরা ডিসেম্বরে Paytm পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপে ১৬,৫৬৯.৪৯ কোটি টাকার ১৪৪.২৫ কোটি লেনদেন করেছেন। Paytm-এর ভারত বিল পেমেন্ট অপারেটিং ইউনিট (BBPOU) ব্যবসাও PPBL-এর অধীনে আসে। এই পরিষেবাটি বিদ্যুৎ, জল, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের চার্জের মতো বিল পরিশোধের সুবিধা প্রদান করে।

পে পেমেন্ট এবং রিচার্জ চলতে থাকবে

Paytm-এর মুখপাত্র জানিয়েছেন যে, Paytm ব্যবহারকারীরা যথারীতি সমস্ত বিল পেমেন্ট এবং রিচার্জের জন্য অ্যাপের ব্যবহার চালিয়ে যেতে পারেন। Paytm আপনার সুবিধার জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন অফার করতে থাকবে। এর স্পষ্ট অর্থ হল, Paytm অ্যাপে কোনও ধরনের সমস্যা নেই। কোম্পানির তরফে জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের পেমেন্ট করতে পারবেন।

Next Article