নয়া দিল্লি: ভবিষ্যতের সঞ্চয় হল ইপিএফও(EPFO)। চাকরিজীবীদের বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্ক জমা থাকে পিএফ-এ। যে সংস্থায় কাজ করেন, তারাও একটা নির্দিষ্ট হারে টাকা জমা দেয় পিএফ-এ। অবসরের আগে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা না তোলাই শ্রেয়। তবে হঠাৎ জরুরি কোনও প্রয়োজন পড়লে, সেক্ষেত্রে পিএফ থেকে টাকা তোলা যায়। কীভাবে সহজেই পিএফ (PF) থেকে টাকা তোলা যায়, সে সম্পর্কে অনেকেই জানেন না।
কেন্দ্রীয় সরকারের অ্যাপ হল ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন বা উমঙ্গ। এই অ্যাপ ব্যবহার করে সহজেই পিএফের টাকা তোলা যায়। ১৩টি ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস – উভয় প্ল্যাটফর্মেই অ্যাপ ব্যবহার করা যায়।
সাধারণত আবেদনের ৭ থেকে ১০ দিনের মধ্য়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএফের টাকা চলে আসে।