
আইফোন রফতানিতে ইতিমধ্যেই চিনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল ভারত। আর এবার ভারতের কারখানায় আইফোন উৎপাদন আরও বাড়াতে চাইলে অ্যাপেল। এতদিন ভারতে ৩টি কারখানায় আইফোন তৈ হত। তবে, কিছু দিন আগেই আরও ২টো নতুন কারখানার উদ্বোধন করা হয়েছে। ফলে আগামীতে ৫টি কারখানায় আরও বেশি পরিমাণে আইফোন উৎপাদন করতে চাইলে এই মার্কিন টেক জায়ান্ট সংস্থা।
বিশেষজ্ঞরা বলছেন, শুল্কের প্রভাব কমাতেই চিন থেকে আইফোন তৈরি ধীরে ধীরে ভারতে সরিয়ে নিয়ে আসছে অ্যাপেল। সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে আইফোনের রফতানি বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। অগস্টের শুরুর দিকে অ্যাপেল মনে করেছিল শুল্কের কারণে ৯৬ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে তারা।
আগামী মাসেই অ্যাপেলের আইফোন ১৭ সিরিজ আত্মপ্রকাশ করবে। সেই সব ফোন তৈরি হবে ভারতেই। তারপর তা পাঠানো হবে আমেরিকায়। তবে শুরু ১৭ সিরিজ নয়, আইফোনের ১৮ সিরিজও ভারতে তৈরি করার পরিকল্পনা করছে অ্যাপেল। আসলে চিনের উপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে, ঘোষণা হওয়ার পরই চিন থেকে আইফোনের উৎপাদন সরাতে তৎপর হয় এই মার্কিন সংস্থা। আর সেই কারণেই ভারতে আইফোন তৈরি করতে চাইছে তারা।