AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC- Electric Bill: যত খুশি AC চালান, এই চারটি গ্যাজেট ব্যবহার করলেই বিদ্যুতের বিল কমবে হু হু করে

AC- Electric Bill: শুধুমাত্র ইলেকট্রিক বিল নয়, এসি-র স্বাস্থ্যের দিকটিও মাথায় রাখতে হবে। তাই এসি কেনার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলি কিনে নেওয়া দরকার।

AC- Electric Bill: যত খুশি AC চালান, এই চারটি গ্যাজেট ব্যবহার করলেই বিদ্যুতের বিল কমবে হু হু করে
আচমকাই কিন্তু বিস্ফোরণ হয় না এসিতে। বিকল হওয়ার আগে কিছু বিপদ সঙ্কেত দেয়। আপনার বাড়ির এসি-ও যদি এই সঙ্কেতগুলি দিয়ে থাকে, তবে দেরি না করে অবিলম্বে এসি বদল করুন। নাহলে ঘটতে পারে বড় বিপদ।
| Updated on: Jun 06, 2025 | 8:25 PM
Share

নয়া দিল্লি: বর্তমানে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে, তাতে এসি ছাড়া চলা খুব কঠিন। কিন্তু বিদ্যুৎ বিলের ধাক্কায় সবসময় এসি চালানো মুস্কিল হয়ে পড়ে। তবে এমন কিছু উপায় আছে যাতে এসি-র বিল কমানো সম্ভব। এয়ার কন্ডিশনারের সঙ্গে কিছু গ্যাজেট ব্যবহার করলে বিল কমানো সম্ভব।

স্টেবিলাইজার

এসি-র সঙ্গে স্টেবিলাইজার ব্যবহার করলে বিদ্যুৎ বিল কমে অনেকটাই। আসলে ভোল্টেজ কম-বেশি হলে এসি-র উপর চাপ পড়ে। তখন বিদ্যুতের মিটার বেড়ে যায়। এয়ার কন্ডিশনার ব্যবহার করার সময়, বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই স্টেবিলাইজার ব্যবহার করুন।

স্মার্ট প্লাগ

এসি-র সঙ্গে একটি স্মার্ট প্লাগ ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে অনেকগুলি ভিন্ন টাইমার সেট করা যায়। এই স্মার্ট প্লাগগুলির অ্যাপগুলিতে নজর রেখে জানা যায়, এসি কতটা বিদ্যুৎ খরচ করছে। যে কোনও জায়গা থেকে এটি চালু করতে পারেন বা বন্ধ করতে পারেন। ফলে, বাড়ি থেকে বেরনোর সময় এসি বন্ধ করতে ভুলে গেলেও অসুবিধা হবে না।

সোলার প্যানেল

সোলার প্যানেল লাগিয়ে এসি চালালেও বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ২০ থেকে ২৫ বছর আর কোনও চিন্তা থাকবে না। সোলার প্যানেল লাগিয়ে এসি চালালে বিল খুব কম হবে বা একেবারেই আসবে না।

থার্মোস্ট্যাট

এয়ার কন্ডিশনারের মধ্যে যে থার্মোস্ট্যাট থাকে, সেটি সবসময় ভাল হয় না। সে ক্ষেত্রে একটি স্মার্ট থার্মোস্ট্যাট ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ, যা ঘরের ঘরের তাপমাত্রা অনুসারে এসি স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারে। অর্থাৎ ঘর ঠান্ডা হয়ে গেলে এটি এসি বন্ধ করে দেয়। এই ডিভাইসটি প্রয়োজন অনুসারে ঠান্ডা তো করেই, সেই সঙ্গে বিদ্যুৎ বিলও ২০-৩০ শতাংশ কমাতে পারে।