
FD বা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) টাকা রাখা এখন বোধহয় সেভিংসের জন্য সবথেকে ভাল অপশন। বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন হারে সুদ দেওয়া হয়। খুব কম সময়ের জন্য টাকা গচ্ছিত রেখেও মেয়াদ শেষে হাতে আসে মোটা টাকা। নির্দিষ্ট সময়ের জন্য একবারে টাকা গচ্ছিত রেখে দিলে মাসে মাসে টাকা কাটার ঝক্কিও নেই। অথচ একটা সময়ের পরে আসল-সুদ মিলিয়ে ভাল Return আসে। ৪৪৪ দিনের (444 day FD) একটি এফডি আপনাকে দিতে পারে ৭.১৫ শতাংশ সুদ। IDBI Bank হতে পারে এর জন্য সবথেকে ভাল অপশন। তারা FD Interest Rate-এ বদল এনেছে। ১২ এপ্রিল ২০২৩ থেকে এই সুদের হারে বদল এসেছে। ২ কোটি টাকার কম এফডিতে এই সুদের বদল। ১২ এপ্রিল থেকে তা কার্যকর হয়ে গিয়েছে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডির সুদের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে।
আইডিবিআই ব্যাঙ্ক ৪৪৪ দিনের Fixed Deposit-এ সবথেকে বেশি সুদ দিচ্ছে। সাধারণ নাগরিক এই এফডিতে ৭.১৫ শতাংশ হারে সুদ পাবেন। Senior Citizen বা প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬৫ শতাংশ হারে সুদ। যেখানে ৪৪৪ দিনের স্কিম ছাড়া অন্য়ান্য ১ থেকে ২ বছরের এফডিতে সাধারণ নাগরিকের জন্য ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে, ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য।
মেয়াদ অনুযায়ী IDBI Bank-এর FD Interest Rate এক নজরে –