নয়া দিল্লি: দেশের ঝুলিতে এল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বৃহস্পতিবার, ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভার্চুয়াল মাধ্যমে দিল্লি-দেহরাদুন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Delhi-Dehradun Vande Bharat Express) উদ্বোধন করেন। এই প্রথম উত্তরাখণ্ড কোনও বন্দে ভারত এক্সপ্রেস পেল। বন্দে ভারতের জনপ্রিয়তা এমনিতেই সাধারণ মানুষের মধ্যে তুঙ্গে। অধিকাংশ রুটেই যাত্রা শুরু করার পর থেকে হু হু করে বিকোচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট। সম্প্রতিই হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের জনপ্রিয়তা বিপুল, কারণ দুটিই বাঙালির কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেহরাদুনও অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় এই রুটেরও জনপ্রিয়তা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এ দিন দিল্লি আনন্দ বিহার-দেহরাদুন রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই ট্রেন চালু হওয়ায় দেরাদুন থেকে দিল্লি বা দিল্লি থেকে দেহরাদুন যেতে আরও কম সময় লাগবে। এই ট্রেনের মাধ্যমে দিল্লি ও দেরাদুনের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। এই যাত্রাকে আনন্দদায়ক করে তুলবে বন্দে ভারত ট্রেনের বিশেষ সুবিধাগুলি।”
দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৫ টা ৫০ মিনিটে ছাড়বে। দেহরাদুনে ট্রেনটি গিয়ে পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। মাঝে মিরাট, মুজাফ্ফরনগর, সাহারানপুর, রুরকি ও হরিদ্বারে দাঁড়াবে ট্রেনটি।