
নয়া দিল্লি: বর্তমানে দেশের সবচেয়ে প্রিমিয়াম এবং প্রথম সেমি-হাই স্পিড ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটি যেমন দেখতে, তেমনই ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা অসাধারণ। স্বাভাবিকভাবেই দেশবাসীর মন জয় করে নিয়েছে এই ট্রেন। তবে এখন শুধু ভারতেই নয়, বিদেশেও বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী, অনেক দেশই বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন নিয়ে আগ্রহ দেখিয়েছে। ফলে এবার বন্দে ভারত এক্সপ্রেসের রেক বিদেশেও রফতানি হতে চলেছে। যদিও কবে থেকে রফতানি হবে তা এখনও ঠিক হয়নি। তবে রেল কর্তৃপক্ষ রফতানির প্রস্তুতি শুরু করে দিয়েছে হলেও সংশ্লিষ্ট সূত্রের খবর। ফলে শীঘ্রই এটি বিদেশের ট্র্যাকে দেখা যাবে।
সূত্রের খবর, বিদেশে রফতানির জন্য বন্দে ভারত এক্সপ্রেসে কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে। এছাড়া তৃতীয় পর্যায়ের বন্দে ভারত ২০২৪ সালের মধ্যে দেশের ট্র্যাকে চলতে শুরু করবে। তারপরই এই রেক বিদেশে রফতানির পরিকল্পনা রয়েছে।
যে সব দেশে আগ্রহ দেখিয়েছে
সূত্র মারফৎ জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার দেশ চিলি, তানজানিয়া ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ, দক্ষিণ আমেরিকা ও পূর্ব এশিয়ার অনেক দেশ উন্নত প্রযুক্তির অসাধারণ লুকের বন্দে ভারত এক্সপ্রেস আমদানি করার বিষয়ে উদ্যোগ নিয়েছে।
বিশ্ববাজারে যাওয়ার আগে
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বিদেশে রফতানি করার আগে বন্দে ভারত ট্রেনটি দেশের অন্তত ১০ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চায়। সরকারের দাবি, এই ট্রেন যে কোনও আবহাওয়ায় ট্র্যাকে চলতে সক্ষম। সম্প্রতি কাশ্মীরেও চালু হয়েছে বন্দে ভারত ট্রেন।
বন্দে ভারত এর গতি কত?
বন্দে ভারত ট্রায়াল চলাকালীন প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলেছিল। যদিও বাণিজ্যিক অপারেশনের জন্য এর সর্বোচ্চ অনুমোদিত গতি হল ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দিল্লি থেকে আগ্রা-মথুরা রুটে এই গতিতে ট্রেন চালানো হয়েছে। তবে বেশিরভাগ রুটে এই ট্রেন গড়ে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলে।
প্রসঙ্গত, ২০১৯-এর ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে ফ্ল্যাগ অফ করে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। সেটাই ছিল দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপর গোটা দেশে বিভিন্ন রুটে এই ট্রেন যাত্রা শুরু করে। যত দিন যাচ্ছে এই ট্রেনের চাহিদা বাড়ছে। তাই এবার স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এবং নন-এসি কোচ-সহ সাধারণ বন্দে ভারত ট্রেন চালু করতে চলেছে সরকার।