Vande Bharat Express: Indian Railways নয়, বন্দে ভারত এক্সপ্রেসের মালিক কে জানেন?

Indian Railways: ভারতীয় রেল প্রায় ৩০ বছরের লিজের চুক্তি করে এক-একটি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। এই চুক্তির অধীনে বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণও করে ভারতীয় রেল। এই লিজের চুক্তির অধীনে ভারতীয় রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনকে নির্দিষ্ট ভাড়া দিয়ে থাকে।

Vande Bharat Express: Indian Railways নয়, বন্দে ভারত এক্সপ্রেসের মালিক কে জানেন?
রেল নয়, বন্দে ভারতের মালিক কে জানেন?Image Credit source: PTI

Jan 12, 2026 | 3:05 PM

আধুনিক ভারতের রেলযাত্রায় আধুনিকতার প্রতীক হল বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলে চললেও এই ট্রেনগুলোর মালিক কিন্তু ভারতীয় রেল নয়। ভারতীয় রেল শুধুমাত্র এই ট্রেনগুলো পরিচালনা করে।

বন্দে ভারতের মালিক কে?

ভারতীয় রেল দীর্ঘ সময়ের জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে লিজে নিয়ে চালায়। কিন্তু তারা মালিক নয়। বন্দে ভারত এক্সপ্রেসের আসল মালিক হল আইআরএফসি বা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন।

পরিচালনা করে কে?

ভারতীয় রেল প্রায় ৩০ বছরের লিজের চুক্তি করে এক-একটি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। এই চুক্তির অধীনে বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণও করে ভারতীয় রেল। এই লিজের চুক্তির অধীনে ভারতীয় রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনকে নির্দিষ্ট ভাড়া দিয়ে থাকে।

এই ট্রেন প্রস্তুত করে কোন সংস্থা?

চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাকট্রি এই ট্রেন তৈরি করে।

কেন লিজ নেয় ভারতীয় রেল?

বন্দে ভারত ট্রেন তৈরি করতে অনেক বেশি খরচ হয়। ফলে, সেই খরচ বহন করে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। আর এর ফলে, এই ট্রেনসেটগুলোর আইনি মালিক হয় তারাই। আর এই ট্রেন ভারতীয় রেল লিজ নেওয়ায় খরচ কমে যায় অনেকটাই। এর ফলে, কম খরচেই যাত্রীদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি করতে পারে ভারতীয় রেল।