নয়া দিল্লি: সেমি হাইস্পিড বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস সমগ্র দেশবাসীর মন জয় করে নিয়েছে। বর্তমানে বন্দে ভারতে টিকিট বুকিংয়ের হার ১০০ শতাংশের কাছাকাছি বা তারও বেশি। আরও বেশি সংখ্যক মানুষ এই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করছেন। তাই রেল ক্রমাগত বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা বাড়াচ্ছে। যাতায়াত আরও সুবিধা দিতে শীঘ্রই আরও ৬টি বন্দে ভারত আসতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক, এই মাসে কোথায় বন্দে ভারত উপহার পেতে চলেছে।
বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস উত্তর-পূর্বাঞ্চল ছাড়া সমস্ত রাজ্যের ট্র্যাকে চলছে। এর মধ্যে কয়েকটি রাজ্যে একাধিক বন্দে ভারত ট্রেন চলছে। এদিক থেকে বর্তমানে বেনারস প্রথম শহর হয়ে উঠেছে, যেখান থেকে সকাল এবং সন্ধ্যা উভয় সময়ে বন্দে ভারত চলছে। প্রথম বন্দে ভারত ট্রেনও এখানে শুরু হয়েছিল।
এসব রুটে চলবে
রেল মন্ত্রক জানিয়েছে, আরও ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের রুট প্রায় ঠিক করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা হয়ে লখনউ, দিল্লি থেকে চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর এবং ম্যাঙ্গালোর থেকে গোয়া বন্দে ভারত এক্সপ্রেস। এখনও পর্যন্ত খবর অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকেই সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করিয়ে দেবেন। অর্থাৎ নতুন বছরে আরও বেশি সংখ্যাক লোক বন্দে ভারতে ভ্রমণের সুযোগ পাবে।
বন্দে ভারত এখানেও চলবে
বেনারসের পরে কাটরা হবে দ্বিতীয় শহর যেখান থেকে দুটি বন্দে ভারত ট্রেন চলবে। এখান থেকে একটি ট্রেন সকালে এবং অন্যটি সন্ধ্যায় চলবে। বেনারসের পর দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস দিল্লির কাটরার মধ্যে চলে।