Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat: বন্দে ভারতের ভাড়া কি এবার কমবে? জবাব দিলেন রেলমন্ত্রী

Vande Bharat: অসমের ধুবড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন সম্প্রতি সংসদে প্রশ্ন করেন যে সরকার কি ভাড়া কমানোর কথা ভাবছে, যাতে নিম্ন আয়ের মানুষও এই প্রিমিয়াম পরিষেবার সুবিধা পেতে পারে?

Vande Bharat: বন্দে ভারতের ভাড়া কি এবার কমবে? জবাব দিলেন রেলমন্ত্রী
বন্দে ভারত এক্সপ্রেস
Follow Us:
| Updated on: Mar 22, 2025 | 6:26 AM

নয়া দিল্লি: ঝাঁ চকচকে চেহারা, উন্নত মানের পরিষেবা। অপেক্ষাকৃত কম দূরত্বের জন্যও বন্দে ভারতের একটি প্রিমিয়াম ট্রেন পেয়ে খুশি ভারতীয়রা। তবে ভাড়া বেশি হওয়ায় অনেকেই ইচ্ছা থাকলেও চাপতে পারেন না এই ট্রেনে। ইতিমধ্যেই দেশ জুড়ে বন্দে ভারতের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, যাত্রী সংখ্যাও নেহাত কম হচ্ছে না। এবার কি তবে এই ট্রেনের ভাড়ার কমানোর কথা ভাবছে রেল? রেলমন্ত্রীকে এই প্রশ্নই করেছিলেন এক সাংসদ।

অসমের ধুবড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন সম্প্রতি সংসদে প্রশ্ন করেন যে সরকার কি ভাড়া কমানোর কথা ভাবছে, যাতে নিম্ন আয়ের মানুষও এই প্রিমিয়াম পরিষেবার সুবিধা পেতে পারে? এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যে কোনও ট্রেনের ভাড়া নির্ধারণের সময় সরকার অনেক বিষয় মাথায় রাখে। ট্রেনের পরিষেবা খরচ, যাত্রী সংখ্য়া এবং আর্থ-সামাজিক অবস্থা মাথায় রাখতে হয় বলে জানান তিনি।

অশ্বিনী বৈষ্ণব জানান যে ভারতীয় রেল বিভিন্ন ধরণের যাত্রীদের জন্য বিভিন্ন রকম ট্রেন চালায়। বিভিন্ন সুযোগ-সুবিধার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয় সেই সব ট্রেনের। তিনি বলেন, “বন্দে ভারত ট্রেনের ভাড়া মূল্যায়ন এবং সংশোধন একটি চলমান প্রক্রিয়া।” অর্থাৎ সবদিক বিচার করেই বন্দে ভারতের ভাড়ার পরিবর্তন হবে বলে উল্লেখ করেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, “সরকার সস্তায় ভ্রমণের জন্য অমৃত ভারত ট্রেন চালু করছে। এই ট্রেনগুলি সম্পূর্ণ নন-এসি। এগুলিতে ১২টি স্লিপার ক্লাস এবং ৮টি সাধারণ বা সেকেন্ড ক্লাস কোচ রয়েছে। এগুলো বিশেষভাবে নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি।” তিনি জানান, এই ট্রেনগুলিতে অনেক আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। স্লাইডিং জানালা থেকে ফোল্ডিং টেবিল রয়েছে। মন্ত্রী বলেন, “এই ট্রেনগুলির উদ্দেশ্য হল কম ভাড়ায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া।”

মন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন, ভারতে ৩৫০ কিলোমিটার ভ্রমণের জন্য জেনারেল ক্লাসের টিকিটের দাম হয় ১২১ টাকা। সেখানে পাকিস্তানে এই দূরত্বের জন্য খরচ হয় ৪০০ টাকা এবং শ্রীলঙ্কায় ৪১৩ টাকা।