Vande Bharat Sleeper Train: এই মাসেই হাওড়া থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, অসম যেতে ভাড়া কত জানেন?

Indian Railways: ইউরোপিয়ান ডিজাইনে তৈরি এই ট্রেনের কামরা। থাকবে নরম গদি দেওয়া বার্থ। উপরের বার্থে ওঠার জন্য থাকবে বিশেষ সিঁড়িও।  এছাড়া বিমানের মতোই বায়ো ভ্যাকুউম টয়লেট থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি, বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও থাকবে। ফার্স্ট ক্লাস কামরায় আলাদা স্নান করার জায়গাও থাকবে।

Vande Bharat Sleeper Train: এই মাসেই হাওড়া থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, অসম যেতে ভাড়া কত জানেন?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 03, 2026 | 7:46 AM

কলকাতা: নতুন বছরেই বাংলা পেয়েছে বড় উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে পশ্চিমবঙ্গ থেকেই। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি জানুয়ারি মাস থেকেই এই ট্রেন চালু হবে, তবে এখনও নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করা হয়নি। নতুন এই ট্রেনের দৌলতে অসমে ঘুরতে যাওয়া আরও সহজ এবং কম সময় সাপেক্ষ হয়ে গেল। তবে ভাড়া কত পড়বে এই ট্রেনের?

বন্দে ভারত এক্সপ্রেসেরই আপগ্রেডেড ভার্সন হল বন্দে ভারত স্লিপার। এই ট্রেনে যাত্রীরা শুধু বসে নয়, শুয়ে যেতে পারবেন। ঘণ্টায় ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতি হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের। রেল সূত্রে জানা গিয়েছে, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কামরা থাকবে। জানা গিয়েছে, ১৬টি কামরার মধ্যে ১১টি কামরাই এসি ৩ টায়ার হবে। ৪টি এসি ২ টায়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।  অন্য ট্রেনে যেখানে কলকাতা থেকে অসম যেতে সাড়ে ১৭ ঘণ্টা সময় লেগে যায়, সেখানেই বন্দে ভারত স্লিপারে সাড়ে ১৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে।

হাওড়া থেকে ছেড়ে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে অসমে প্রবেশ করবে এই ট্রেন। কামরূপ মেট্রোপলিটন ও বনগাইগাঁও হয়ে গুয়াহাটিতে পৌঁছবে।  রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে। বছ শেষের মধ্যে মোট ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে।

কত ভাড়া হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের?

 রেল সূত্রে খবর, হাওড়া থেকে গুয়াহাটির একপিঠের ভাড়া শুরু হবে ২৩০০ টাকা থেকে।

  • এসি ৩ টায়ারের ভাড়া হবে ২৩০০ টাকা। 
  • এসি ২ টায়ারের ভাড়া হবে ৩০০০ টাকা। 
  • এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হবে ৩৬০০ টাকা। 

ইউরোপিয়ান ডিজাইনে তৈরি এই ট্রেনের কামরা। থাকবে নরম গদি দেওয়া বার্থ। উপরের বার্থে ওঠার জন্য থাকবে বিশেষ সিঁড়িও।  এছাড়া বিমানের মতোই বায়ো ভ্যাকুউম টয়লেট থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি, বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও থাকবে। ফার্স্ট ক্লাস কামরায় আলাদা স্নান করার জায়গাও থাকবে।