
বছরের শেষেই কি বড় খবর অপেক্ষা করছে টেলিকম সেক্টরের জন্য? অন্তত কেন্দ্রীয় মন্ত্রীর ইঙ্গিতে সেই আশাই দেখছেন বিনিয়োগকারীরা। আর সেই অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউয়ের বকেয়া থেকে মুক্তি পাওয়ার আশাতেই মঙ্গলবার অর্থাৎ ২ ডিসেম্বর ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম একটা সময় প্রায় ৪ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ১০ টাকা ৩২ পয়সায়।
সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষাৎকারে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের আইনি সীমানা খতিয়ে দেখছে সরকার। ভোডাফোন আইডিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রীর ইঙ্গিত, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মূল্যায়নের কাজ শেষ হতে পারে এবং বছর শেষ হওয়ার আগেই বহু প্রতীক্ষিত অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ বা এজিআর সংক্রান্ত স্বস্তি পেতে পারে ভোডাফোন আইডিয়া।
ভোডাফোন আইডিয়ার সিইও অভিজিৎ কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির এজিআর বকেয়ার পরিমাণ প্রায় ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট সরকারকে এই বকেয়া পুনর্বিবেচনার অনুমতি দিয়েছে। আর এই বিষয়টাই ভোডাফোনের কাছে বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এজিআর থেকে মুক্তি পাওয়ার আশায় গত তিন মাসে ভোডাফোন আইডিয়ার শেয়ারের মূল্য বেড়েছে ৫৭ শতাংশ। বর্তমানে এই লার্জ-ক্যাপ কোম্পানির মার্কেট ক্যাপ ১ লক্ষ ১০ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এখন সবার নজর বছরের শেষের দিকে, কেন্দ্রীয় সরকার শেষমেশ কতটা ছাড় ঘোষণা করে, সেটাই দেখার।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।