
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এবার আরও বড় সুখবর। যে কোনও ভিডিয়ো এডিট করার ক্ষেত্রে বেশ প্রচলিত অ্যাপ। অ্যাডোবি। কিন্তু সেই অ্যাপ এতদিন ব্যবহার করা যেত না । এদিকে ভিডিয়ো শুট করার জন্য আইফোনের বিকল্প হয় না। তাই খানিকটা সমস্যায় পড়তে হত কন্টেন্ট ক্রিয়েটরদের। তবে এবার বড় সুখবর দিল ভিডিয়ো এডিটিং অ্যাপ প্রস্তুতকারী সংস্থা অ্যাডোবি। অ্যাডোবি প্রথমবারের মতো জনপ্রিয় এই ভিডিয়ো এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে।
রিপোর্ট অনুযায়ী, নতুন এই অ্যাপ চলতি মাসের শেষের দিকে চালু হবে। ইতিমধ্যেই অ্যাপল অ্যাপ স্টোরে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে এবং এতে এমন সব প্রফেশনাল এডিটিং টুল থাকবে, যেগুলো আগে কেবল ডেস্কটপেই ব্যবহারযোগ্য ছিল।
কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধা –
ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস আর টিকটকের মতো শর্ট-ফর্ম ভিডিয়ো প্ল্যাটফর্ম যেখন দিনে দিনে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে, সেখানে এই উদ্যোগ অ্যাডোবিকে অনেকটা এক্সট্রা মাইলেজ দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কোম্পানির দাবি, থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর না করে কনটেন্ট ক্রিয়েটররা যেন সরাসরি মোবাইল থেকেই প্রফেশনাল মানের এডিট করতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য। এর ফলে আইফোনে ভিডিয়ো এডিটিং হবে আরও সহজ, ফ্রি, এবং শক্তিশালী।
কী কী ফিচার থাকছে?
অ্যাডোবির এই নতুন অ্যাপে ডেস্কটপ সংস্করণের বহু জনপ্রিয় ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল –
১। মাল্টি-ট্র্যাক টাইমলাইন ও কালার-কোডেড লেয়ার
২। ফ্রেম-অ্যাকিউরেট ট্রিমিং
৩। আনলিমিটেড ভিডিয়ো, অডিও ও টেক্সট লেয়ার
৪। 4K HDR এডিটিং সাপোর্ট
৫। অটোমেটিক ক্যাপশন, সাবটাইটেল স্টাইলিং ও ভয়েসওভার রেকর্ডিং
৬। প্রোজেক্টে সরাসরি সাউন্ড এফেক্ট যোগ করার সুবিধা
অন্য অনেক ফ্রি অ্যাপের মতো এতে এক্সপোর্ট করা ভিডিয়োতে কোনও ওয়াটারমার্ক থাকবে না, যা একে পেশাদার ও সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত করে তুলবে বলে মত টেক বিশেষজ্ঞদের।
এআই টুলে সাপোর্ট –
মোবাইল অ্যাপটিকে আরও শক্তিশালী করেছে এআই ইন্টিগ্রেশন। অ্যাডোবি ফায়ারফ্লাই-এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু টেক্সট প্রম্পট লিখেই ছবি, সাউন্ড এবং এমনকি ভিডিয়ো উপাদান তৈরি করতে পারবেন। অতিরিক্ত এআই ফিচারগুলোর মধ্যে রয়েছে –
১। Enhance Speech: নয়েজি রেকর্ডিং পরিষ্কার করে
২। Generative Sound Effects: ভিডিয়োর মুড অনুযায়ী কাস্টম অডিও তৈরি করে
৩। অ্যাডোবি স্টক ফ্রি অ্যাসেটস, অ্যাডোবি ফন্টস ও লাইটরুম প্রিসেটসের অ্যাক্সেস ফলে ক্রিয়েটররা শুধুমাত্র আইফোন ব্যবহার করেই উচ্চমানের, নিখুঁত কনটেন্ট বানাতে পারবেন।
সোশ্যাল মিডিয়ার জন্য উপযুক্ত –
অ্যাপটি তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মাথায় রেখেই। এক ট্যাপেই ভিডিয়ো এক্সপোর্ট করা যাবে এবং ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য স্বয়ংক্রিয়ভাবে রিসাইজ হবে। আবার জটিল প্রোজেক্টের ক্ষেত্রে ডেস্কটপ সংস্করণ Premiere Pro-তে নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে নেওয়ার সুযোগও থাকবে।
অ্যান্ড্রয়েড ভার্সন আসছে –
আইফোন অ্যাপটি চলতি মাসেই লঞ্চ হচ্ছে। তবে অ্যাডোবি নিশ্চিত করেছে যে অ্যান্ড্রয়েড সংস্করণের কাজও চলছে। যদিও কবে সেটি মুক্তি পাবে, তা এখনও কিছু জানানো হয়নি।