বিয়ের পর Aadhaar Card-এ স্বামীর নাম জুড়তে চান? কীভাবে করবেন, দেখে নিন

Aadhaar Card Update: আধার কার্ডে যদি আপনার স্বামীর নাম যোগ করতে চান, তাহলে ম্য়ারেজ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি নিজের ও স্বামীর আধার কার্ডও লাগবে। ভেরিফিকেশনের জন্য অন্য ডকুমেন্ট বা নথিও দরকার হতে পারে।

বিয়ের পর Aadhaar Card-এ স্বামীর নাম জুড়তে চান? কীভাবে করবেন, দেখে নিন
ফাইল চিত্র।Image Credit source: Priyanka Parashar/Mint via Getty Images

|

Jan 28, 2026 | 6:01 PM

নয়া দিল্লি: যে কোনও সরকারি কাজে দরকার পড়ে আধার কার্ডের। ব্যাঙ্কের লেনদেন থেকে শুরু করে স্কুল-কলেজ বা দরকারি কাজে আধার কার্ড লাগেই। আধার কার্ডে থাকে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক সমস্ত তথ্য। আধার কার্ডে তথ্য আপডেট করা দরকার। পাসপোর্ট, রেশন কার্ড, জীবনবিমা- সব কাজই আটকে যেতে পারে যদি আধার কার্ডের তথ্য আপডেট না থাকে। এবার ধরা যাক, কোনও মহিলার বিয়ে হয়েছে। তিনি আধার কার্ডে নিজের স্বামীর নাম কীভাবে যুক্ত করবেন?

আধার কার্ডে যদি আপনার স্বামীর নাম যোগ করতে চান, তাহলে ম্য়ারেজ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি নিজের ও স্বামীর আধার কার্ডও লাগবে। ভেরিফিকেশনের জন্য অন্য ডকুমেন্ট বা নথিও দরকার হতে পারে। এক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

কীভাবে আধার কার্ডে নিজের স্বামীর নাম যুক্ত করবেন?

  • প্রথমে আধারের নিয়ামক সংস্থা UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in- এ ক্লিক করতে হবে।
  • এবার অ্য়াপয়ন্টমেন্ট অপশনে ক্লিক করে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’-এ ক্লিক করুন।
  • এরপরে নিকটবর্তী আধার সেন্টার বেছে নিন এবং তারিখ ও সময় সিলেক্ট করে বুকিং করুন।
  • ওই নির্ধারিত দিনে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
  • আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার আপডেট বা কারেকশন ফর্ম নিন।
  • সেখানে নিজের স্বামীর নাম দিন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। ফর্ম জমা দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।
  • ৫০ টাকা চার্জ লাগবে এই আপডেটের জন্য।
  • ৭ থেকে ১৫ দিনের মধ্যে তথ্য আপডেট হয়ে যাবে। UIDAI -র ওয়েবসাইটে ক্লিক করে দেখতে পারবেন যে তথ্য আপডেট হয়ে গিয়েছে কি না।