যদি আপনার পাসপোর্টের মেয়ার শেষের কাছাকাছি চলে আসে বা তার পাতা শেষ হয়ে আসে বা ঠিকানা আপডেটের প্রয়োজন হয় তাহলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে। পাসপোর্ট বর্তমানে অনলাইনে আবেদনের মাধ্যমে রিনিউ কর যায়। এ ছাড়াও অনেক ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ছাড়াও পাসপোর্ট রিনিউ হয়ে যায়।
পাসপোর্ট রিনিউ করতে প্রথমেই পাসপোর্ট সেবা পোর্টালে লগইন করুন। তারপর নতুন ফর্ম ফিলআপ করে পেমেন্ট করতে হবে ও পাসপোর্ট সেবা কেন্দ্রে যাওয়ার জন্য আপনার সুবিধা মতো স্লট বুক করুন। পাসপোর্ট রিনিউ করলে পুলিশ ভেরিফেকেশনের প্রয়োজন হয় না। তবে, কোনও কারণে ৩ বছর হওয়ার আগে পাসপোর্ট রিনিউ করতে হয় বা ঠিকানা বদল হয়, তাহলে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়।
পাসপোর্ট রিনিউ করতে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?
পুরনো পারপোর্ট
পুরনো পাসপোর্টের প্রথম ও শেষ পাতার স্ব-প্রত্যয়িত নকল
পাসপোর্ট অথরিটির কোনও অবজারভেশন
ইসিআর ও নন-ইসিআর পাতার স্ব-প্রত্যয়িত নকল
ঠিকানার প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ইলেকট্রিক বিল
জন্ম তারিখের প্রমাণপত্র, যেমন জন্ম শংসাপত্র বা প্যান বা আধার কার্ড
পাসপোর্ট রিনিউয়ের সময় যে বিষয় খেয়াল রাখতে হবে
নাম, ঠিকানা ও জন্ম তারিখে কোনও ভুল করা যাবে না
ECNR বা মাধ্যমিকের মার্কশিটের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে ভুললে হবে না
ঝাপসা ফটোকপি জমা করলে হবে না
৩ বারের বেশি অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল বা রি-শিডিউল করা যাবে না
স্ত্রী বা স্বামীর নাম রিনিউয়ের সময় প্রথমবার যোগ করতে চাইলে ম্যারেজ সার্টিফিকেট বা অ্যানেক্সচার জে অন্তর্ভুক্ত করতে ভুললে চলবে না।