
নয়া দিল্লি: করোনা অতিমারির পর থেকে এমনিতেই বিপুল হারে বেড়েছে ফ্ল্যাট বা বাড়ির দাম। তার ওপর হু হু করে বাড়ছে ব্যাঙ্ক লোনের সুদ। মধ্যবিত্তের পক্ষে নিজের বাড়ি কার্যত স্বপ্নে পরিনত হচ্ছে। তাই এই মুহূর্তে যারা বাড়ি কেনার বা তৈরি করা স্বপ্ন দেখছেন, তাঁদের সবদিক বিচার করে কিনতে হবে। বাড়ির দাম যাতে খুব বেশি না হয়, আবার সুদের হারও যাতে আয়ত্তের মধ্যে থাকে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। নাহলে ইএমআই দিতে দিতেই পকেট ফাঁকা হয়ে যাবে।
কোন ব্যাঙ্কে সবথেকে কম সুদের হারে ঋণ নেওয়া যায়, সেই তালিকা রইল। এই সুদের হার নির্ভর করে রেপো রেটের ওপর। সেই হারও ক্রমশ বেড়েছে গত বছর থেকে। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছিল ২.৫০ শতাংশ। এরপর পরপর ৬ বার বেড়েছে রেপো রেট। সম্প্রতি ৬.৫০ শতাংশ বাড়িয়েছে আরবিআই। আর তারই সরাসরি প্রভাব পড়ছে আপনার সুদের হারে।
১. ইন্দাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank)- ৮.৪ শতাংশ
২. ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)- ৮.৪৫ শতাংশ
৩. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) – ৮.৪৫ শতাংশ
৪. ইউকো ব্যাঙ্ক (UCO Bank) – ৮.৪৫ শতাংশ
৫. ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda) – ৮.৫ শতাংশ
৬. ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (Bank of Maharashtra) – ৮.৬ শতাংশ
৭. ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Union Bank of India) – ৮.৭৫ শতাংশ
৮. আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) – ৮.৭৫ শতাংশ
৯. পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) – ৮.৮ শতাংশ
১০. কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) – ৮.৮৫ শতাংশ