Wedding Gift Tax: বিয়ে করলেই বাম্পার অফার, বড় সিদ্ধান্ত মোদী সরকারের

Tax on Marriage Gift: সাধারণত, ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার কেউ যদি পায়, তাহলে তাকে 'ইনকাম ফ্রম আদার সোর্সেস' হিসাবে ধরা হয় আর তার উপর বিরাট কর দিতে হয়। কিন্তু এই উপহার যদি আপনার বিয়েতে পাওয়া উপহার হয়, তাহলে আপনি এই নিয়মে একটা বিরাট ফাঁক পাবেন।

Wedding Gift Tax: বিয়ে করলেই বাম্পার অফার, বড় সিদ্ধান্ত মোদী সরকারের
বিয়েতে কর ‘নেই’!

Nov 20, 2025 | 6:36 PM

বলা হয়ে থাকে বিয়ে মানে শুধু দুটো মনের মিলন, এমন নয়। বরং বিয়ে মানে দুটো পরিবারেরও মিলন। কিন্তু এর সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, যা কেউই বলতে চায় না। বিয়ে মানে আয়কর আইনের অধীনে বিরাট ছাড় পাওয়া যেতে পারে। সাধারণত, ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার কেউ যদি পায়, তাহলে তাকে ‘ইনকাম ফ্রম আদার সোর্সেস’ হিসাবে ধরা হয় আর তার উপর বিরাট কর দিতে হয়। কিন্তু এই উপহার যদি আপনার বিয়েতে পাওয়া উপহার হয়, তাহলে আপনি এই নিয়মে একটা বিরাট ফাঁক পাবেন।

উপহারের উপর কর ছাড় কি নিশ্চিত?

যদি বিয়ে উপলক্ষ্যে আপনি কোনও উপহার পান, তাহলে সেই উপার্জন সম্পূর্ণ করমুক্ত। আয়কর আইন অনুযায়ী, বিয়েতে পাওয়া উপহার তা সে নগদই হোক বা কোনও সম্পত্তি, তার উপর কোনও কর লাগে না। সে উপহার আপনি যার থেকেই পান না কেন, এই সুবিধা আপনি পাবেনই।

উপহারের ‘সময়সীমা’ ও আইনি ব্যাখ্যা

বিয়ের উপহার আপনাকে যে বিয়ের দিনই পেতে হবে, এমন কোনও কথা আইনে বলা নেই। আয়কর আইন বলছে, এই উপহার শুধুমাত্র ‘বিবাহ উপলক্ষ্যে’ হতে হবে। কর বিশেষজ্ঞরা বলেন, এই ক্ষেত্রে উপহারের উদ্দেশ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যেমন, মুম্বাই ট্রাইব্যুনাল একটি মামলায় রায় দিয়েছে যে, বিয়ের ১০ থেকে ১৫ দিন পরেও যদি উপহার পাওয়া যায়, তা হলেও সেটা করমুক্ত। শুধু তাই নয়, ডঃ নীলমবাই রামস্বামীর একটি মামলায় দেখা যায়, বিয়ের ১১ মাস পরেও পাওয়া উপহারে ছাড় মিলেছিল।

আত্মীয়-এর সংজ্ঞা কতটা বিস্তৃত?

সাধারণত, মা-বাবা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ির মতো আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহার করমুক্ত। তবে আইন আদালত এই আত্মীয়ের ব্যাখ্যা আরও বিস্তৃত করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের মার্চ মাসের এক রায়ে দেখা গিয়েছে, সৎ-ভাই বা সৎ-বোনকেও ‘আত্মীয়’-এর সংজ্ঞায় আনা হয়েছে।

কেন নথি রাখা আবশ্যক?

এই বিশাল কর ছাড়ের সুবিধা নিতে চাইলে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি সেই উপহার বিয়েতেই পেয়েছেন। কর বিভাগ যাচাই করতে চাইলে আপনাকে এই উপহারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের সরাসরি যোগসূত্র প্রতিষ্ঠা করতে হবে।

মনে রাখবেন, আপনাকে অবশ্যই বিয়ের নিমন্ত্রণপত্র, উপহারদাতার তালিকা, ব্যাঙ্কের লেনদেনের প্রমাণ এবং ছবি বা ভিডিয়োর মতো নথি সাবধানে রেখে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আয়কর বিভাগ শুধু উপহার নয়, উপহারদাতার আর্থিক সামর্থ্যও খতিয়ে দেখতে পারে।

ক্যাপিটাল গেইন ট্যাক্স

উপহারটি পাওয়ার সময় করমুক্ত হলেও ভবিষ্যতে সেই উপহার পাওনি যদি বিক্রি করতে চান, তাহলে আপনাকে তার উপর কর দিতে হবে। ধরুন, আপনি উপহার পাওয়া কোনও গয়না আপনি বিক্রি করলেন। সেই বিক্রির উপর ক্যাপিটাল গেনস ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। এক্ষেত্রে, উপহারের যিনি দিয়েছিলেন, সেটি তিনি যে দামে কিনেছিলেন, সেই দামের উপর নির্ভর করেই আপনার ক্যাপিটাল গেন হিসাব করা হবে। তাই ইনভয়েস ভবিষ্যতের কাজের জন্য রেখে দেওয়া অত্যন্ত জরুরি।