Sourav Ganguly: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রথম প্রতিক্রিয়া, কী অনুভূতি সৌরভের

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: Soumya Saha

Nov 21, 2023 | 9:05 PM

Sourav Ganguly in BGBS: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর কী অনুভূতি সৌরভের? প্রথম প্রতিক্রিয়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে ধন্যবাদ জানালেন মহারাজ। বললেন, "মমতাদিকে অনেক ধন্যবাদ। আমি জানতামও না উনি এটা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করবেন।"

Sourav Ganguly: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রথম প্রতিক্রিয়া, কী অনুভূতি সৌরভের
সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছেন। সৌরভও সেই প্রস্তাব হাসিমুখে গ্রহণ করেছেন। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর কী অনুভূতি সৌরভের? প্রথম প্রতিক্রিয়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে ধন্যবাদ জানালেন মহারাজ। বললেন, “মমতাদিকে অনেক ধন্যবাদ। আমি জানতামও না উনি এটা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করবেন।” বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কী ভূমিকা দেখা যাবে তাঁকে? প্রশ্ন করায় সৌরভ বললেন, “এখনও জানি না। আজ তো সবে ঘোষণা হল।”

তবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পাওয়ার পর বেশ হাসিমুখেই বার বার ধরা দিলেন সৌরভ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও, পরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়েও। সদাহাস্য মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাহলে কি এবার দায়িত্ব বেড়ে গেল না সৌরভের? তবে সৌরভ বুঝিয়ে দিলেন, তিনি সব দায়িত্বই সামলাতে প্রস্তুত।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ। বাংলায় লগ্নি টানতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার সঙ্গী ছিলেন তিনি। স্পেনের মাদ্রিদ থেকেই সৌরভ ঘোষণা করেছিলেন বাংলায় তাঁর বিনিয়োগের কথা। আজও সেই কথাই আরও একবার বললেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন, “মেদিনীপুরে আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে। যেটা ওখানে (মাদ্রিদে) বলেছিলাম, ১৮-২০ মাসে শেষ হয়ে যাবে। প্রোডাকশন শুরু হবে। সেটার দিকেই তাকিয়ে আছি।”

উল্লেখ্য, এর আগে ত্রিপুরাতেও পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ। আর এবার বাংলারও ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। দুই রাজ্যের দায়িত্ব নিয়ে একেবারেই চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, এটা ‘দুধ আর চিনি’-র মতো।

 

Next Article