Insurance for Suicidal Death: আত্মহত্যা করলে মেলে জীবন বিমার টাকা? জেনে নিন নিয়ম

মৃত্যুর পর জীবন বিমার টাকা পাওয়ার জন্য কী নিয়ম রয়েছে? কোন কোন মৃত্যুর ক্ষেত্রে টাকা দেয় বিমা সংস্থা?

Insurance for Suicidal Death: আত্মহত্যা করলে মেলে জীবন বিমার টাকা? জেনে নিন নিয়ম
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 8:30 AM

নয়াদিল্লি: রোজই অনেক মানুষের আত্মহত্যায় মৃত্যু হয়। এর মধ্যে অনেকের জীবন বিমা থাকে। অনেকের থাকে না। বিমা করা থাকলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমার টাকা দেওয়া হয়। কিন্তু আত্মহত্যায় যাদের মৃত্যু হয়, তারা কী বিমার টাকা পান? কোনও ব্যক্তির মৃত্যু হলে তার নমিনি এই টাকা পান। মৃত্যুর পর জীবন বিমার টাকা পাওয়ার জন্য কী নিয়ম রয়েছে? কোন কোন মৃত্যুর ক্ষেত্রে টাকা দেয় বিমা সংস্থা? কোন ক্ষেত্রে নমিনি সেই বিমার টাকার জন্য আবেদন করতে পারবেন। আসুন জেনে নিন সেই তথ্য।

কোন কোন ক্ষেত্রে টাকা পাওয়া যায়?

স্বাভাবিক মৃত্যু: কোনও ব্যক্তির যদি স্বাভাবিক ভাবে মৃত্যু হয়। বা হঠাৎ করেই অসুস্থতার জেরে মৃত্যু হলে বিমার নমিনি এই টাকার দাবি করতে পারেন।

দুর্ঘটনায় মৃত্যু: দুর্ঘটনায় মৃত্যুতেও বিমার টাকা পাওয়া যায়। যেমন, পথ দুর্ঘটনা, বাড়ি বা কর্মস্থলে কোনও দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যুর মতো ক্ষেত্রে টাকা দেয়।

আত্মহত্যা: আত্মহত্যা হলেও বিমার টাকা পেতে পারেন। তবে এর জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। বিমাকারীর যদি বিমার করার এক বছরের মধ্যে আত্মহত্যায় মৃত্যু হয়, সেক্ষেত্রে ULIP-এর মাধ্যমে বিমার টাকা দেওয়া হয়।

কোন ক্ষেত্রে টাকা দেওয়া হয় না?

বিষক্রিয়ায় মৃত্যু: কোনও বিমাকারীর যদি দীর্ঘ দিন নেশা করার অভ্যাস থাকে। এই কারণেই যদি তাঁর মৃত্যু হয়। তাহলে তিনি বিমার টাকা দাবি করতে পারবেন না। মদ্যপান করে গাড়ি চালাতে মৃত্যু হলেও টাকা মিলবে না।

বীমাকারী খুন হলে: বিমা যদি করেছেন তিনি যদি খুন হন। এবং তাঁর করা বিমার নমিনির বিরুদ্ধে যদি খুনের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে তাহলে নমিনি বিমার আবেদন করতে পারবেন না। নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি টাকা দাবি করতে পারবেন না।

এমনকি ঝড়, ভূমিকম্পে মৃত্যু, শিশুর জন্ম দিতে গিয়ে মৃত্যু, এডসে মৃত্যু বা দীর্ঘ দিন কোনও রোগে ভুগে মৃত্যুর ক্ষেত্রেও বিমার টাকা মেলে না।