
ভ্রমণ, মানুষের সবচেয়ে শৌখিন শখ, যে শখ মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। কিন্তু ভ্রমণের জন্য লাগে পকেটের জোর। ফলে অনেক সময় মানুষের ইচ্ছা হলেও সে ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুরতে যাওয়ার বিষয়টাকে অতিরিক্ত গুরুত্ব দিতে পারে না। আর মধ্যবিত্তদের ক্ষেত্রে এই চিন্তাটা হয় সবচেয়ে বেশি। কারণে ভ্রমণের সঙ্গে খরচের বিষয়টা ওতোপ্রোত ভাবে জড়িত।
আমেরিকান সংস্থা ট্রাভেলবিঞ্জারের তরফে টকার রিসার্চ নামে একটা সংস্থা সমীক্ষা চালায় ঠিক কত টাকা থাকলে কেউ বিশ্বভ্রমণে বেরিয়ে পড়তে পারবেন। মোট ২০০০ জনের উপর চালানো এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে অবাক কথা তথ্য। সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের সামনে প্রশ্ন রাখা হয় ঠিক কত টাকা থাকলে কেউ চাকরি বা ব্যবসা ছেড়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে সাহস দেখাবেন? সমীক্ষায় দেখা গিয়েছে, এর উত্তর বয়স ভেদে আলাদা আলাদা হয়। নবীন প্রজন্ম জানাচ্ছে, তাঁদের কাছে ২ লক্ষ ১১ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা থাকলে তাঁরা বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ার সাহস দেখাবেন।
আবার এই একই সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা বয়সে একটু প্রবীণ, তাঁরা মনে করছেন বিশ্বভ্রমণে যেতে গেলে ৩ লক্ষ ৩৫ হাজার মার্কিন ডলার বা ৩ কোটি টাকা থাকা দরকার। তবে সংস্থাটির নিজস্ব হিসাব বলছে, ২ লক্ষ ৮৭ হাজার মার্কিন ডলার বা ২ কোটি ৫০ লক্ষ টাকা থাকলেই বিশ্বভ্রমণ সম্ভব।
কোন জায়গায় যেতে সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ? সমীক্ষা বলছে আফ্রিকার জঙ্গল, অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার রিফ বা সুমেরু ও কুমেরু প্রভা দেখার আগ্রহই সবচেয়ে বেশি মানুষের মধ্যে। এর বাইরে মানুষ যেতে চায় মিশরে বা আসতে চায় ভারতে, তাজমহল দেখতে।