
হোয়াটসঅ্যাপ আগের মতো শুধুমাত্র পার্সোনাল মেসেজ করায় সীমাবদ্ধ রয়েছে এমন নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কাজের ধরন। এখন বিভিন্ন অফিসের নানা কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। ফলে আপনি বাড়ি ফিরলেও অফিসের একাধিক গ্রুপের মেসেজ আসতে থাকে আপনার কাছে। বা কখনও বসের মেসেজও আসতে থাকে। আর খুব স্বাভাবিক ভাবেই এই সব মেসেজের রিপ্লাই আপনি দিতে না চাইলেও আপনাকে দিতে হয়।
আচ্ছা যদি এমন হত, ফোনে নেট যেমন চলে, তেমনই চলবে। আপনার হোয়াটসঅ্যাপে শুধু নেট চলবে না। তাহলে কেমন হত? এমন উপায় কিন্তু রয়েছে। আর হোয়াটসঅ্যাপে যদি ইন্টারনেট না চলে, তাহলে কোনও মেসেজের রিপ্লাই করার কোনও প্রয়োজন পড়বে না। কিন্তু কীভাবে এই কাজ করবেন?
নিজের হোয়াটসঅ্যাপ খুলে উপরের কোণে ৩টি ডট রয়েছে, সেটি ক্লিক করুন। তারপর যান ডেটা ও স্টোরেজ অপশনে। সেখানে গিয়ে ক্লিক করুন প্রক্সিতে। তারপর সেট আপ প্রক্সি অপশন অন করুন। সেখানে গিয়ে ১.১.১.১ লিখুন। লেখা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন।
এই কাজ হয়ে গেলেই আর কোনও চিন্তা নেই। এরপর ফোনের ইন্টারনেট অন করে নিশ্চিন্তে গেম খেলুন বা অন্য কাজ করুন। এমন করে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিন। কারণ, এমন অবস্থায় হোয়াটসঅ্যাপে অফিসের গ্রুপে হোক বা বসের মেসেজ, কোনও মেসেজেই ডাবল টিক পড়বে না। তাই আর অপেক্ষা না করে এখুনি অ্যাপ্লাই করুন এই পদ্ধতি।