ভারতে কবে থেকে পরিষেবা শুরু করছে Elon Musk-এর Starlink?

Starlink in India: স্টারলিঙ্ক এলে ভারতের ইন্টারনেট বাজার যে কিছুটা হলেও কেঁপে উঠবে, সে কথা বলাই যায়। আর সেই কারণেই তাদের আপাতত ২০ লক্ষ গ্রাহক সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতে কবে থেকে পরিষেবা শুরু করছে Elon Musk-এর Starlink?

Aug 25, 2025 | 10:18 AM

প্রায় প্রস্তুত স্টারলিঙ্ক। যদিও ঠিক কবে ভারতে তাদের পরিষেবা শুরু করতে চলেছে, এখনও নির্দিষ্ট সময় উল্লেখ করে জানায়নি ইলন মাস্কের এই সংস্থা। তবে স্টারলিঙ্ক এলে ভারতের ইন্টারনেট মার্কেট যে কিছুটা হলেও কেঁপে উঠবে, সে কথা বলাই যায়। আর এই কথা মাথায় রেখেই ইলন মাস্কের সংস্থাকে আপাতত ২০ লক্ষ গ্রাহক বেসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আসলে ইলন মাস্কের সংস্থার এই স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বে একটা বিপ্লব নিয়ে এসেছে। টাওয়ারের মাধ্যমে ওয়ারলেস ইন্টারনেট বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট এখনও পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়া যায়নি। আর সেখানেই খেল দেখিয়েছে স্টারলিঙ্ক। আর এবার সেই নতুন প্রযুক্তিই ভারতের টেলিকম অপারেটরদের কাছে ভয়ের কারণ হয়ে উঠতে পারে। আর সেই কারণেই ভারতের বাজারে একটা স্থিতাবস্থা বজায় রাখতেই আপাতত ২০ লক্ষ গ্রাহক বেসের মধ্যে স্টারলিঙ্ককে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের।

ভারতের প্রতিবেশী দেশ যেমন ভুটান বা বাংলাদেশে ইতিমধ্যেই চালু রয়েছে স্টারলিঙ্ক। ভারতে তাদের পরিষেবা চালুর ক্ষেত্রে একাধিক বিষয়ে জটিলতার মুখে পড়েছিল ইলন মাস্কের সংস্থা। আর সেই সব জটিলতা ইতিমধ্যেই কেটে গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে ঠিক কবে ভারতে লঞ্চ হবে স্টারলিঙ্ক তা এখনও নিশ্চিত নয়।

মনে করা হচ্ছে ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেটের স্পিড হতে পারে ২৫ এমবিপিএস থেকে ২২০ এমবিপিএসের মধ্যে। আর এই স্পিড এটাই বোঝায় আগামীতে দেশে ইন্টারনেটের স্পাইডার ক্ষেত্রেও একটা বিপ্লব হতে চলেছে। বিশেষত ভারতের গ্রামীণ এলাকায়। গ্রামের অর্থনীতি থেকে সাধারণ মানুষের জীবনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে স্টারলিঙ্কের এই স্পিডের ইন্টারনেট।