PM Kisan : কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১২ তম কিস্তির টাকা, কীভাবে দেখবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 09, 2022 | 9:20 AM

PM Kisan : শীঘ্রই ১২ তম কিস্তির টাকা পাবেন পিএম কিষাণ স্কিমের সুবিধাভোগী কৃষকরা। অগস্ট মাসের শেষ নাগাদ কৃষকদের ব্যাঙ্কে দ্বাদশ কিস্তির টাকা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।

PM Kisan : কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১২ তম কিস্তির টাকা, কীভাবে দেখবেন জেনে নিন
গ্রাফিক্স সৌজন্যে : অভিজিৎ বিশ্বাস

Follow Us

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের অধীনে দেশের সুবিধাভোগী কৃষকরা প্রতি বছর ৬ হাজার টাকা করে পান। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। সেই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়। গত ৩১ মে পিএম কিষাণের ১১ তম কিস্তির টাকা পেয়েছিলেন সুবিধাভোগীরা। সকলের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা হয়েছিল। এবার শীঘ্রই ১২ তম কিস্তির টাকা পাবেন এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা।

শীঘ্রই কৃষকরা পাবেন ১২ তম কিস্তির টাকা

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়। কৃষকরা দ্বিতীয় কিস্তির টাকা পান ১ অগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে। তৃতীয় কিস্তি দেওয়া হয় ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে। ১১ তম কিস্তির ইতিমধ্যেই সুবিধাভোগীরা পেয়ে গিয়েছেন। এবার ১২ তম কিস্তির অপেক্ষায় দিন গুণছেন সুবিধাভোগী কৃষকরা। তবে মনে করা হচ্ছে, অগস্ট মাসের শেষ নাগাদ কৃষকদের ব্যাঙ্কে দ্বাদশ কিস্তির টাকা ঢুকতে পারে।

টাকা ঢুকেছে কিনা চেক করবেন কীভাবে?

  • পিএম কিষাণের সরকারি ওয়েবসাইটে (https://pmkisan.gov.in/) যান
  • ডানদিকে ‘Farmers Corner’ অপশন পাবেন
  • এখানে ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলবে।
  • নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর যেকোনও একটি বিকল্প বেছে নিন। এই তিনটি নম্বরের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কি না তা জানতে পারবেন।
  • যে নম্বর দেবেন স্থির করেছেন সেই নম্বরটি লিখুন। তারপর Get Data তে ক্লিক করুন।
  • এখানে ক্লিক করার পর আপনি সমস্ত লেনদেনের তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এবং কখন সেই টাকা এসেছে সব জানতে পারবেন।
Next Article