প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের অধীনে দেশের সুবিধাভোগী কৃষকরা প্রতি বছর ৬ হাজার টাকা করে পান। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। সেই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়। গত ৩১ মে পিএম কিষাণের ১১ তম কিস্তির টাকা পেয়েছিলেন সুবিধাভোগীরা। সকলের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা হয়েছিল। এবার শীঘ্রই ১২ তম কিস্তির টাকা পাবেন এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা।
শীঘ্রই কৃষকরা পাবেন ১২ তম কিস্তির টাকা
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়। কৃষকরা দ্বিতীয় কিস্তির টাকা পান ১ অগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে। তৃতীয় কিস্তি দেওয়া হয় ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে। ১১ তম কিস্তির ইতিমধ্যেই সুবিধাভোগীরা পেয়ে গিয়েছেন। এবার ১২ তম কিস্তির অপেক্ষায় দিন গুণছেন সুবিধাভোগী কৃষকরা। তবে মনে করা হচ্ছে, অগস্ট মাসের শেষ নাগাদ কৃষকদের ব্যাঙ্কে দ্বাদশ কিস্তির টাকা ঢুকতে পারে।
টাকা ঢুকেছে কিনা চেক করবেন কীভাবে?