Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unclaimed Money in Banks: কোন ব্যাঙ্কে কত দাবিহীন টাকা পড়ে আছে জানেন?

Unclaimed Money in Banks: যদি গ্রাহকের মৃত্যু হয়ে থাকে, তাহলে পরিবারের তরফে ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হলে, ব্যাঙ্ক মৃতের পরিবারকে সাহায্য করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Unclaimed Money in Banks: কোন ব্যাঙ্কে কত দাবিহীন টাকা পড়ে আছে জানেন?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 7:12 AM

নয়া দিল্লি : রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের একাধিক সরকারি ব্যাঙ্কে পড়ে আছে কয়েক হাজার কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব বলছে, বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে ৩৫ হাজার ১২ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি থেকে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে। সম্প্রতি লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভাগবত কারাড। এবার প্রকাশ্যে এল কোন ব্যাঙ্কে, কত টাকা পড়ে রয়েছে।

সেই তালিকায় সবার ওপরে আছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। দেশের সবথেকে বড় এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে রয়েছে ৮ হাজার ৮৬ কোটি টাকা, যার কোনও দাবিদার নেই। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে ৫ হাজার ৩৪০ কোটি টাকা, কানাড়া ব্যাঙ্কে ৪ হাজার ৫৫৮ কোটি টাকা, ব্যাঙ্ক অব বরোদায় ৩ হাজার ৯০৪ কোটি টাকা, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৩ হাজার ১৭৭ কোটি টাকা, ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২ হাজার ৫৫৭ কোটি টাকা, ইন্ডিয়ান ব্যাঙ্কে ২ হাজার ৪৪৫ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ১ হাজার ৭৯০ কোটি টাকা, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ১ হাজার ২৪০ কোটি টাকা, ব্যাঙ্ক অব মহারাষ্ট্রে ৮৩৮ কোটি টাকা, ইউকো ব্যাঙ্কে ৫৮৩ কোটি টাকা, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ৪৯৪ কোটি টাকা রয়েছে।

যদি গ্রাহকের মৃত্যু হয়ে থাকে, তাহলে পরিবারের তরফে ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হলে, ব্যাঙ্ক মৃতের পরিবারকে সাহায্য করবে বলে জানিয়েছেন মন্ত্রী। সব ব্যাঙ্কগুলিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মৃত গ্রাহকের পরিবারের তরফে ব্যাঙ্কে আবেদন জমা করা হলে, ব্যাঙ্ক খতিয়ে দেখবে, কে ওই গ্রাহকের প্রকৃত উত্তরসূরী। তারপরই টাকা দেওয়া হবে।