Credit Card: রোজ ফোন আসে! ব্যাঙ্ক Credit Card নিতে এত জোর করে কেন, জানেন?

Bank Credit Card: রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেই দেশে মোট ১১ কোটিরও বেশি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। ব্যাঙ্কের লাভ হচ্ছে, সেই কারণেই বিপুল হারে ক্রেডিট কার্ড ইস্যু করা হচ্ছে। ক্রেডিট কার্ড এখন ব্যাঙ্কের কাছে শুধুমাত্র আয়ের পথই নয়, একইসঙ্গে গ্রাহক সংখ্যা বাড়াতেও সাহায্য করে। 

Credit Card: রোজ ফোন আসে! ব্যাঙ্ক Credit Card নিতে এত জোর করে কেন, জানেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

|

Nov 09, 2025 | 10:54 AM

নয়া দিল্লি: সকাল, দুপুর হোক বা রাত- দিনে অন্তত একবার ফোন আসেই! ফোন ধরতেই ওপ্রান্ত থেকে বলা হয়, “ওমুক ব্যাঙ্ক থেকে বলছি, আপনার জন্য ক্রেডিট কার্ডে অফার আছে। আপনি কি নিতে আগ্রহী?”। বর্তমানে ভারতে দ্রুত বাড়ছে ক্রেডিট কার্ডের ট্রেন্ড। এই ক্রেডিট কার্ডের দৌলতে অনেকেই পকেট ফাঁকা থাকলেও বা বাজেটের বাইরে থাকা শখের জিনিস কিনে ফেলছেন। ৪৫ দিন হাতে সময় থাকছে সেই টাকা মেটানোর জন্য। সময়মতো টাকা দিলে ক্যাশব্যাক ও অন্যান্য রিওয়ার্ডও পাওয়া যায়। তবে এগুলি তো গ্রাহকের লাভ। ব্যাঙ্ক কেন এত জোর করে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, জানেন?

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেই দেশে মোট ১১ কোটিরও বেশি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। ব্যাঙ্কের লাভ হচ্ছে, সেই কারণেই বিপুল হারে ক্রেডিট কার্ড ইস্যু করা হচ্ছে। একদিকে যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার থেকে ব্যাঙ্কের লাভ হচ্ছে, তেমনই বিভিন্ন ব্যবসা বা প্রতিষ্ঠান থেকেও ক্রেডিট কার্ডের চার্জ নেওয়া হয়। ক্রেডিট কার্ড এখন ব্যাঙ্কের কাছে শুধুমাত্র আয়ের পথই নয়, একইসঙ্গে গ্রাহক সংখ্যা বাড়াতেও সাহায্য করে।

ক্রেডিট কার্ড থেকে কীভাবে লাভ হয় ব্যাঙ্কের?

একটি ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক নানাভাবে আয় করে। ধরুন আপনি ক্রেডিট কার্ডে কোনও জিনিস কিনেছেন, কিন্তু সময়মতো টাকা মেটাতে পারেননি। ব্যাঙ্ক সঙ্গে সঙ্গে চড়া হারে সুদ চাপিয়ে দেয়। এছাড়াও বার্ষিক ফি, কার্ড রি-ইস্যুয়েন্স ফি, ইন্টারচার্জ ফি নেওয়া হয়। ক্রেডিট কার্ডে প্রতি লেনদেনে মার্চেন্টের কাছ থেকে ইন্টারচার্জ ফি  নেওয়া হয়।

তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে ক্রেডিট কার্ডে খরচ ১০.৮ শতাংশ বেড়েছে। মোট ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে।

ক্যাশব্যাক, ডিসকাউন্ট, ভাল ক্রেডিট স্কোরের টোপ দিয়েই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের গ্রাহক টানে। বর্তমানে ঋণ নিতে যেহেতু ভাল ক্রেডিট স্কোর থাকা জরুরি, তাই অনেকেই প্রয়োজন না থাকলেও ক্রেডিট কার্ডে জিনিসপত্র কেনেন। রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাকের লোভেও বারবার করে অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তবে এই ক্রেডিট কার্ডের বেড়াজালে একবার জড়িয়ে পড়লে, তা থেকে বেরিয়ে আসা বেশ কঠিন। তখন আয়ের থেকে ব্যয়ই বেশি হয় গ্রাহকের। সহজ কথায় বলতে গেলে, ক্রেডিট কার্ডে ব্যাঙ্কের পৌষমাস হলেও, গ্রাহকদের কিন্তু সর্বনাশ হয়। তাই ব্যাঙ্ক থেকে বারবার ফোন করলেও, বুঝেশুনেই ক্রেডিট কার্ড নেওয়া ও তা  ব্যবহার করা উচিত।