৫০০ টাকার নোটও ব্যান হতে চলেছে? RBI-র বড় নির্দেশ এল সব ATM-এ

Note: বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার নকল নোট। আসল-নকল নোট চেনা দায় হয়ে গিয়েছে। অনেকের আবার দাবি, দুর্নীতি রুখতে ২০০০ টাকার নোটের মতো ৫০০ টাকার নোটও বন্ধ করা উচিত।

৫০০ টাকার নোটও ব্যান হতে চলেছে? RBI-র বড় নির্দেশ এল সব ATM-এ
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Jun 02, 2025 | 2:54 PM

নয়া দিল্লি:  বাতিল হয়েছে ২০০০ টাকার নোট। এবার বাতিল হওয়ার পথে ৫০০ টাকার নোটও? জল্পনা এমনটাই। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ৫০০ টাকার চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে।

এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার ৫০০ টাকার নোট বাতিল করে দিতে পারে। ৫০০ টাকার নোট বন্ধ করে, নতুন নোট আনা হতে পারে। এমনই জল্পনা শোনা যাচ্ছে।

বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার নকল নোট। আসল-নকল নোট চেনা দায় হয়ে গিয়েছে। অনেকের আবার দাবি, দুর্নীতি রুখতে ২০০০ টাকার নোটের মতো ৫০০ টাকার নোটও বন্ধ করা উচিত। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও কয়েকদিন আগেই ৫০০ টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন।  তবে এ প্রসঙ্গে সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সমস্ত ব্য়াঙ্ক ও হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে ১০০ ও ২০০ টাকার নোট মজুত রাখার নির্দেশ দিয়েছে। বহু গ্রাহকেরই অভিযোগ, এটিএম থেকে টাকা তুললে শুধু ৫০০ টাকার নোটই বের হয়। রিজার্ভ ব্যাঙ্ক আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫ শতাংশ এটিএমে ১০০ ও ২০০ টাকা মজুত রাখতে বলা হয়েছে।