দুধ, দই, পনির কি সস্তা হয়ে যাচ্ছে? GST নিয়ে বিরাট আপডেট

GST Slab: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, কেন্দ্রীয় সরকার জিএসটি-তে এক বড় বদল আনতে চলেছে। ১২ শতাংশ জিএসটি স্ল্যাব তুলে দেওয়া হবে।

দুধ, দই, পনির কি সস্তা হয়ে যাচ্ছে? GST নিয়ে বিরাট আপডেট
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Jul 23, 2025 | 2:16 PM

নয়া দিল্লি: সরকারের বড় ঘোষণা। জিএসটি নিয়ে আপডেট দিল কেন্দ্র। সংসদে স্পষ্ট জানানো হল যে ১২ শতাংশ জিএসটি স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে না। এই জিএসটি স্ল্য়াবে কোনও পরিবর্তনও করা হচ্ছে না। ফলে দুধ, দই, পনিরের মতো পণ্যের দাম কমছে বা বাড়ছে না।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, কেন্দ্রীয় সরকার জিএসটি-তে এক বড় বদল আনতে চলেছে। ১২ শতাংশ জিএসটি স্ল্যাব তুলে দেওয়া হবে। তবে সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বা প্রস্তাবও আসেনি।

গত ২১ জুলাই লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানান, পণ্য ও পরিষেবা কর বা জিএসটির হার এখনই কমানোর কোনও প্রস্তাব নেই। জিএসটি হারে যে কোনও পরিবর্তন জিএসটি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

পঙ্কজ চৌধুরী আরও বলেন, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর কাউন্সিলের ৪৫তম বৈঠকে জিএসটি হার স্থির করার বিষয়ে বিবেচনা করার জন্য একটি মন্ত্রীগোষ্ঠী (জিওএম) গঠন করা হয়েছিল। তবে, জিওএম এখনও জিএসটি স্ল্যাব পরিবর্তন নিয়ে কোনও প্রস্তাবনা জমা দেয়নি। যেহতু কোনও প্রস্তাব আসেনি, তাই সরকারও জিএসটি হার কতটা কমানো যেতে পারে বা কখন এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, সে সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।