
জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর GST কমানোর বা GST শূন্য করে দেওয়ার প্রস্তাব একাধিকবার পেশ করা হয়েছে কেন্দ্রের কাছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করী, সকলেই কেন্দ্রের কাছে প্রস্তাব রেখেছে। আর এবার সেই প্রস্তাব কেন্দ্র পাঠিয়েছে জিএসটি কাউন্সিলের কাছে। আর এই প্রস্তাবে সিলমোহর পড়লে অনেকটা স্বস্তি পাবেন দেশের সাধারণ মানুষ। যে সব মানুষ খরচের ভয়ে বিমা করাননি, তাঁরাও বিমার আওতায় আসবেন।
তবে, জিএসটি কমানো হলেও একটা ভয় থেকেই যায়। আর সেটা হল প্রিমিয়াম বৃদ্ধি। ধরা যাক, কোনও এক বিমার মাসিক প্রিমিয়াম ১০০০ টাকা। এর উপর বর্তমানে ১৮ শতাংশ কর দিতে হয়। অর্থাৎ গ্রাহকের পকেট থেকে ১ হাজার ১৮০ টাকা খরচ হয়। কেন্দ্র যদি জিএসটি কমিয়ে শূন্য করে দেয় তাহলে গ্রাহকের পকেটে চাপ কমবে। তখন ১ হাজার টাকাই প্রিমিয়াম দিতে হবে। এই অবস্থায় অনেক সংস্থাই তাদের প্রিমিয়াম বাড়িয়ে দিতে পারে, মনে করছেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বদমেয়াসি রুখতেই প্রস্তাব দিয়েছেন তিনি।
জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি তুলে নেওয়ার বিষয়ে প্রায় সকলেই এক মত। তবে, বাংলার অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্য শুধু জিএসটি তুলে নিলেই হবে না। বিমা সংস্থাগুলো যেন প্রিমিয়াম বাড়াতে না পারে, সেদিকেও নজর রাখা জরুরি। কারণ প্রিমিয়াম বেড়ে গেলে, জিএসটি তুলে দিয়েও সাধারণ মানুষের কোনও উপকারই হবে না।