Vodafone Idea: BSNL-এর সঙ্গে মিশে যাবে ভোডাফোন-আইডিয়া?
Vodafone Idea Merger With BSNL: তাদের দাবি, সরকারের সমর্থন ছাড়া সরকারের ইক্যুইটি স্টেকের অঙ্ক একেবারে শূন্য হয়ে যাবে। আর এর ফলে স্পেকট্রামের ক্ষেত্রে যে ১.১৮ লক্ষ কোটি বকেয়া রয়েছে তা আর তোলা সম্ভব হবে না। পরিস্থিতি এতটাই গড়বড় যে সরকার সাহায্য না করলে ছাব্বিশ সালের মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে তাদের।

নয়াদিল্লি: জুড়ে যাবে ভোডাফোন-আইডিয়া ও BSNL? কিছু ঘটনাক্রম দেখে তো এমন প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি, শীর্ষ আদালতে গিয়ে বড় ধাক্কা খেয়েছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়া।
সোমবার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের উপর চাপানো বকেয়া সুদ, জরিমানা ও জরিমানার সুদ মকুবের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু সেখানে তাদের আর্জি খারিজ করে আদালত। আপাতত এই ঋণ নিয়েই বড় চাপে পড়েছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা। এগোলেও বিপদ, পিছলেও।
তাদের দাবি, সরকারের সমর্থন ছাড়া সরকারের ইক্যুইটি স্টেকের অঙ্ক একেবারে শূন্য হয়ে যাবে। আর এর ফলে স্পেকট্রামের ক্ষেত্রে যে ১.১৮ লক্ষ কোটি বকেয়া রয়েছে তা আর তোলা সম্ভব হবে না। পরিস্থিতি এতটাই গড়বড় যে সরকার সাহায্য না করলে ছাব্বিশ সালের মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে তাদের। আবার সরকারের সাহায্য ছাড়া কাজ করতে গেলে, ঋণের বোঝার কারণে অন্যান্য ব্যাঙ্কগুলি ঋণ দিচ্ছে না তাদের। এই পরিস্থিতিতে ঋণ মকুব করানো ছাড়া আর কোনও পন্থা নেই তাদের কাছে।
কিন্তু সরকারই বা কীভাবে মদত করতে পারে তাদের? মাস কতক আগেই ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিত্বে পরিণত করেছে কেন্দ্র। যার জেরে কেন্দ্রের কাছে ভোডাফোন-আইডিয়ার অংশীদারিত্ব দাঁড়িয়েছে প্রায় ৪৯ শতাংশ। এই পরিস্থিতিতে সরকার যদি আরও ঋণ মকুবের পথে হাঁটে, তখন ভোডাফোনের মালিকানা চলে আসবে কেন্দ্রের হাতে। অর্থাৎ BSNL-এর মতো সরকারি টেলিকম সংস্থায় পরিণত হবে ভোডাফোন-আইডিয়া। কিন্তু এই প্রসঙ্গে এখনও মুখ খোলেনি টেলিকম সংস্থা। গোটাটাই টিকে জল্পনার উপর।

