UPI Payment: ২ হাজার টাকার উপরে UPI লেনদেন করলেই দিতে হবে ১৮ শতাংশ GST? সত্যিটা কী, জানুন

Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। ইতিমধ্যেই অনেকের মাথায় হাত পড়েছে এই ঘোষণা শুনে। কিন্তু সত্যিই কি সরকার অনলাইন লেনদেনে জিএসটি বসাচ্ছে?

UPI Payment: ২ হাজার টাকার উপরে UPI লেনদেন করলেই দিতে হবে ১৮ শতাংশ GST? সত্যিটা কী, জানুন
অনলাইন পেমেন্ট করলেই জিএসটি দিতে হবে?Image Credit source: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images)

|

Apr 19, 2025 | 10:57 AM

নয়া দিল্লি: ইউপিআই লেনদেন নাকি আর ফ্রি নয়, ২০০০ টাকার উপরে লেনদেন করলেই দিতে হবে জিএসটি। তাও আবার ১৮ শতাংশ জিএসটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। ইতিমধ্যেই অনেকের মাথায় হাত পড়েছে এই ঘোষণা শুনে। কিন্তু সত্যিই কি সরকার অনলাইন লেনদেনে জিএসটি বসাচ্ছে? এর জবাব দিল অর্থ মন্ত্রক।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০০ টাকার লেনদেনের উপরে ১৮ শতাংশ জিএসটি বসানোর ঘোষণা করা হয়নি। ইউপিআই লেনদেনের উপরে জিএসটি বসানোর যে খবর রটেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এমন কোনও প্রস্তাব আসেনি। সাধারণ ইউপিআইয়ের লেনদেনে কোনও জিএসটি নেওয়া হয় না।

অনলাইন লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-র মতো কিছু নির্দিষ্ট চার্জের উপরে জিএসটি নেওয়া হত। তবে ২০২০ সালের জানুয়ারি মাসেই মার্চেন্ট টু মার্চেন্টে এমডিআর তুলে নেওয়া হয়েছে। তাই এর উপরে কোনও জিএসটি-ও নেওয়া হয় না।

অর্থ মন্ত্রক জানিয়েছে, দেশে দ্রুত ইউপিআই লেনদেন বাড়ছে। ২০১৯-২০ সালে যেখানে অনলাইন লেনদেনের অঙ্ক ছিল ২১.৩ লক্ষ কোটি টাকা, তা ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত অনলাইন লেনদেন ২৬০.৬৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।