Minimum Account Balance: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে কী হবে?

গ্রাহক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে কিসের ভিত্তিতে জরিমানা করা যাবে। এবং এই জরিমানার আগে ব্যাঙ্ককে কী করতে হবে, এ নিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার। যে নিয়ম মেনে চলতে ব্যাঙ্কগুলি বাধ্য।

Minimum Account Balance: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে কী হবে?
প্রতীকী ছবিImage Credit source: twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 29, 2023 | 7:00 AM

নয়াদিল্লি: সেভিংস অ্যাকাউন্ট খুললে অনেক ব্যাঙ্কেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। কিন্তু অনেক গ্রাহক তা বজায় রাখতে পারেন না। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে অনেক ব্যাঙ্ক জরিমানা হিসাবে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেয়। যদিও সব ব্যাঙ্কে এই ন্যূনতম অঙ্কের পরিমাণ এক হয় না। কোন এলাকার ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার উপরও নির্ভর করে কত ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। কিন্তু ন্যূনতম ব্যালেন্স রাখতে না পারলে জরিমানা কাটতে কাটতে নেগেটিভে চলে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স? এ বিষয়ে কী বলছে আরবিআই-এর নিয়ম।

গ্রাহক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে কিসের ভিত্তিতে জরিমানা করা যাবে। এবং এই জরিমানার আগে ব্যাঙ্ককে কী করতে হবে, এ নিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার। যে নিয়ম মেনে চলতে ব্যাঙ্কগুলি বাধ্য। ২০১৪ সালেই একটি সার্কুলার দিয়ে এই নিয়মের কথা জানিয়েছিল আরবিআই।

কী রয়েছে সেই নিয়মে?

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাঙ্ককে এসএমএস, ইমেল বা চিঠির মাধ্যমে গ্রাহককে সতর্ক করতে হবে। সেই নোটিফিকেশনে ব্যাঙ্ককে জানাতে হবে- যদি ব্যালেন্সের পুনরুদ্ধার এক মাসের মধ্যে না করা হয়, তাহলে জরিমানা করা হবে। তবে এই চিঠি দিয়েই জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক। চিঠি দেওয়ার তারিখ থেকে অন্তত এক মাস সময় দেওয়ার কথাও রয়েছে আরবিআই-এর নিয়মে। সেই সময় পেরিয়ে যাওয়ার পরও যদি গ্রাহক সতর্ক না হোন তাহলে জরিমানা করতে পারে ব্যাঙ্ক। এই জরিমানার জন্য ব্যাঙ্ক আরবিআই-কে জানায় কী অঙ্কের জরিমান করা হচ্ছে।