
ভারতে ডিজিটাল বিপ্লব আসার পর ব্যাঙ্কের লাইনের দৈর্ঘ্য কিছুটা কমলেও এখনও অনেক মানুষই টাকা তোলার জন্য ব্যাঙ্কেই যেতে চান। আর এই ধরণের গ্রাহকদের বেশিরভাগটাই বয়স্ক মানুষ যাঁরা পেনশন তুলতে বা ব্যাঙ্কের কাজ করতে ব্র্যাঞ্চে যান। ফলে কারও যদি কিছু টাকা হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার প্রয়োজন পড়ে তাহলে তাঁকে সেই লম্বা লাইন পার করে তবেই টাকা জমা করতে হবে।
টাকা তোলার সময় এই লম্বা লাইন এড়াতে মানুষ এটিএম থেকে টাকা তোলে বা ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করে। কিন্তু টাকা জমা করার ক্ষেত্রে ব্যাঙ্কে লাইন দেওয়া ছাড়া কী করা যেতে পারে? এই অসুবিধা দূর করতে এবার উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। UPI-ICD বা ইন্টারঅপারেবল ক্যাশ ডিপোজিট বলে এক পদ্ধতি চালু করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
এই পদ্ধতির অধীনে যে কোনও এটিএমে গিয়ে ক্যাশ ডিপোজিট করা যেতে পারে। এটিএম মেশিনে UPI-ICD অপশন সিলেক্ট করলেই একটা কিউআর কোড চলে আসবে। সেই কিউআর কোড ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে সেখানে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তারপরই টাকা দেয় যে জায়গা দিয়ে, সেখানেই ক্যাশ জমা করে দিতে হবে। আর তাহলেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে টাকা।